হবিগঞ্জে বিএনপির পদযাত্রায় পুলিশের গুলি-টিয়ারসেল, আহত দেড় শতাধিক

ছবি: প্রথম আলোর সৌজন্যে

হবিগঞ্জে বিএনপির পদযাত্রায় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষে দেড় শতাধিক আহত হয়েছেন।

আজ শনিবার বিকেলে শহরের শায়েস্তানগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় দেবসহ কয়েকজন পুলিশ সদস্যও আহত হন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পদযাত্রা উপলক্ষে জেলার ৯টি উপজেলা থেকে সংগঠনের নেতাকর্মীরা দুপুর থেকেই জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র জিকে গউসের বাসভবন ও আশপাশের এলাকায় জড়ো হন।

বিকেল ৫টায় শায়েস্তানগর বাজার এলাকা থেকে নেতাকর্মীরা পদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি পানি উন্নয়ন বোর্ড অফিসের কাছে আসতেই পুলিশ বাধা দেয়।

পুলিশের ব্যারিকেড না মেনে বিএনপির মিছিল এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে। ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

প্রায় আধঘণ্টা ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে।

সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিকে গউছ জানান, 'আমরা শান্তিপূর্ণভাবে পদযাত্রা শেষ করে যখন বাসায় যাচ্ছিলাম, তখন ওসি অজয়ের নেতৃত্বে পুলিশ আমাদের ওপর হামলা চালায়। এ সময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক আউয়ালসহ বিপুল সংখ্যক নেতাকর্মী আহত হন। আউয়ালের অবস্থা গুরুতর।'

তিনি জানান, তার বাসার আশপাশে তল্লাশির নামে সবাইকে হেনস্থা করা হচ্ছে এবং গ্রেপ্তারের ভয়ে হাসপাতালে না গিয়ে আহতরা গোপনে চিকিৎসা নিচ্ছেন।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

6h ago