ভিসা নীতি বিএনপির জন্য বড় চাপ তৈরি করেছে: তথ্যমন্ত্রী

হাছান মাহমুদ
বক্তব্য রাখছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি বিএনপির জন্য বড় চাপ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, 'ভিসা নীতি ঘোষণার সময় সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র বলেছে, এটি প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) যে স্বচ্ছ-অংশগ্রহণমূলক নির্বাচন করতে চাচ্ছেন সেটির জন্য সহায়ক হিসেবে তারা ভিসা নীতি ঘোষণা করেছেন। সরকারের পক্ষ থেকেও সেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে।'

'আমি তো মনে করি, এই ভিসা নীতি বিএনপির জন্য বড় চাপ তৈরি করেছে। এই ভিসা নীতির কারণে এখন আর "নির্বাচন প্রতিহত করব" বলার সুযোগ নেই। ভিসা নীতিতে তারা বলেছে, এটি সরকারি দল, বিরোধী দল সবার ক্ষেত্রে প্রযোজ্য। কেউ যদি নির্বাচনে বাধা দেয় এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধা দেয় তাহলে তাদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে,' বলেন তিনি।

হাছান মাহমুদ আরও বলেন, 'নির্বাচন বর্জন করা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা। আর নির্বাচন প্রতিহত করা তো সংঘাত তৈরি করা। এগুলো তো আর বিএনপি করতে পারবে না। এটাতে তো বিএনপির ওপর বড় চাপ তৈরি করেছে।'

'বিএনপির যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি, সেটা নিয়েও প্রশ্ন করা হয়েছিল স্টেট ডিপার্টমেন্টের সংবাদ সম্মেলনে। তারা বলেছে, "আমাদের তত্ত্বাবধায়ক সরকার নিয়ে মাথাব্যথা নেই। বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হোক এটিই আমরা চাই"। অর্থাৎ বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি তাদেরও সমর্থন পায়নি, বিশ্বব্যাপী কারো সমর্থন পায়নি। সুতরাং বিএনপি এটা নিয়ে আর বলার সুযোগ নেই, অন্তত আন্তর্জাতিক অঙ্গনে,' বলেন তিনি।

গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমরা স্বচ্ছ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া শুরু করেছি গাজীপুরের (সিটি করপোরেশন) নির্বাচনের মধ্য দিয়ে, তার মানে কি আগের নির্বাচনগুলো অস্বচ্ছ প্রক্রিয়ায় ছিল—গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, 'আগের নির্বাচনগুলো সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, স্বচ্ছ হয়েছে। গাজীপুরেরটা যেহেতু অতি সম্প্রতি সে জন্য হয়তো তিনি সেটার রেফারেন্স দিয়েছেন।'

আরেক প্রশ্নের জবাবে বিএনপির নতুন কর্মসূচি প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, 'বিএনপির কর্মসূচি গতানুগতিক কর্মসূচি। তারা কিছুক্ষণ হাঁটে, কিছুক্ষণ বসে, তারপর আবার কিছুক্ষণ ভাঙচুর করে, আবার কিছুক্ষণ গাড়ি-ঘোড়া পোড়ায়। এখন হয়তো বসার বা হাঁটার কর্মসূচি দেবে কিংবা দৌড়ানোর কর্মসূচি দেবে।'

যুক্তরাষ্ট্রের ভিসা নীতি সরকারকে প্রশ্নবিদ্ধ করে কি না, আমাদের নির্বাচন নিয়ে একটি বাইরের দেশ; এখানে নির্বাচন স্বচ্ছ হচ্ছে না চিন্তা করে তারা এই নীতি ঘোষণা করেছে এমন মনে হয় কি না—গণমাধ্যমকর্মীর এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, 'এটা ভালো প্রশ্ন। মার্কিন যুক্তরাষ্ট্রের এই ভিসা নীতি শুধু বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য না, এটি অনেক দেশের ক্ষেত্রে প্রযোজ্য। তারা বলেছে, এটি প্রায় সব দেশের ক্ষেত্রেই প্রযোজ্য। কোনোটা ঘোষণা করা হয়েছে, কোনোটা ঘোষণা করা হয়নি।'

Comments

The Daily Star  | English

US sends list of items, seeking zero duty

The US has demanded zero duty facility for a large number of its products from Bangladesh.

11h ago