বিএনপি নির্বাচন বানচাল করতে চাইলে প্রশাসন মোকাবিলা করবে: আব্দুর রাজ্জাক

অনুষ্ঠানে আব্দুর রাজ্জাকসহ অন্য অতিথিরা। ছবি: সংগৃহীত

বিএনপি যদি নির্বাচন বানচাল করতে চায়, প্রশাসন তা মোকাবিলা করবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসডিয়াম সদস্য মো. আব্দুর রাজ্জাক।

আজ শনিবার টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আব্দুর রাজ্জাক বলেন, 'আন্দোলন করে বিএনপি আগামী নির্বাচনকে ব্যাহত করতে পারবে না। কোনোক্রমেই বৈধ সরকারের পতন ঘটাতে পারবে না।'

তিনি বলেন, 'আগামী নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য হবে। তারপরও যদি বিএনপি ষড়যন্ত্র করে অসাংবিধানিক সরকারকে ক্ষমতায় অনতে চায়, নির্বাচন বানচাল করতে চায়, তাহলে দেশের প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা মোকাবিলা করবে। আর আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবে।'

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে তিনি বলেন, 'গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনের ফলাফল নিয়ে আওয়ামী লীগ বিচলিত নয়। গাজীপুরের নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না।'

তিনি আরও বলেন, 'যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি নিয়ে হতাশ ও উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এটি যুক্তরাষ্ট্রের কোনো নিষেধাজ্ঞা নয়। আমরা যেটি চাই—দেশে একটি সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে নির্বাচন, সেটিই যুক্তরাষ্ট্র আগামী নির্বাচনে দেখতে চায়।'

সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হেসেন নিখিল, সিনিয়ার প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশীদ মামুন, সাবেক মন্ত্রী তারানা হালিম, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইলের বিভিন্ন আসনের সংসদ সদস্য এবং যুবলীগের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Banning party activities: Govt amends anti-terror law

Activities of certain entities, and activities supporting them can now be banned

2h ago