বাউফলে আ. লীগের সংঘর্ষ

পুলিশের মামলায় অজ্ঞাত আসামি ৩০০

পুলিশের মামলায় অজ্ঞাত আসামি ৩০০
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন উপলক্ষে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে শুক্রবার বাউফলে আওয়ামী লীগের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগের ২ গ্রুপের সংঘর্ষের ঘটনায় অজ্ঞাতনামা ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করে মামলা হয়েছে।

পুলিশ বাদী হয়ে শুক্রবার রাতে বাউফল থানায় মামলাটি দায়ের করে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনিসহ পুলিশের ৯ সদস্য আহত হয়।

এদিকে ওই সংঘর্ষের ঘটনায় আহত বাউফল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব হাওলাদার বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন উদযাপন উপলক্ষে বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব হাওলাদারের নেতৃত্বে সকাল ১১টার দিকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর অতিক্রমের সময় স্থানীয় সংসদ সদস্য ও বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ স ম ফিরোজের সমর্থকরা হামলা চালায়। উভয়পক্ষে ধারালো অস্ত্র লাঠিসোটা, ইট পাটকেল নিক্ষেপের কারণে পুলিশসহ ৫০ জন আহত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ কাঁদানে গ্যাস নিক্ষেপ ছাড়াও ২০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। বাউফল শহরের পরিস্থিতি এখনো থমথমে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Comments

The Daily Star  | English

Bangladesh Bank signals market-based exchange rate regime

The central bank will allow the exchange rate of the dollar to be determined by market forces

56m ago