আ. লীগের নির্যাতনের পরও বিএনপি দুর্বল হয়নি: খন্দকার মোশাররফ

নয়াপল্টনে বিএনপির প্রতিবাদ সমাবেশে বক্তব্য দিচ্ছেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। ছবি: এমরান হোসেন/স্টার

আওয়ামী লীগের নির্যাতনের পরও বিএনপি দুর্বল হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। 

আজ মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আয়োজনে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, '১০টি বিভাগীয় সমাবেশ সফল হয়েছে। এ সমাবেশে শুধু নেতাকর্মী নন, সাধারণ মানুষও এসেছে। সরকারের ব্যর্থতার পরিষ্কার বার্তা দিতে জনগণ পাশে ছিল এসব সমাবেশে।'

তিনি বলেন, 'বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসহ অনেক নেতাকর্মীদের গ্রেপ্তার করে সরকার ঢাকার সমাবেশ ব্যর্থ করতে চেয়েছিল। কিন্তু পারেনি। সেদিন সরকার পরাজয় বরণ করতে বাধ্য হয়েছে।'

তিনি আরও বলেন, 'সারা বিশ্ব বলে দিয়েছে শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। এ সরকারকে হটানো ছাড়া বিকল্প নেই। গত ১০ ডিসেম্বরের সমাবেশে ১০ দফা দাবি ছিল। দাবি ছিল সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, সুষ্ঠু নির্বাচনের। এসব দাবি বাস্তবায়নে নেতাকর্মীরা রাজপথে থাকবে।'

খন্দকার মোশাররফ বলেন, 'রাজধানীর নয়াপল্টনে আমাদের কেন্দ্রীয় অফিস তছনছ, লণ্ডভণ্ড করেছে। অফিসের কম্পিউটার, হার্ডডিস্ক ভেঙে ফেলেছে। গত ১০ ডিসেম্বর কেন্দ্রীয় নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে। নিন্দার কোনো ভাষা জানা নেই।' 

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে নেতাকর্মীরা। ছবি: এমরান হোসেন/স্টার

'আমরা ৯টি বিভাগীয় সমাবেশ করেছি। প্রতিটি সমাবেশে ধর্মঘট ডেকে বাধা দিয়েছে। আওয়ামী লীগ পেটোয়া বাহিনী বাধা দেওয়ার পরও সমাবেশ সফল হয়েছে। ৯টি বিভাগীয় সমাবেশে সব বাধাবিপত্তি জয় করেছে জনগণ। গ্রেপ্তার আর হামলার পরও ১০ ডিসেম্বরের সমাবেশ সফল হয়েছে,' যোগ করেন তিনি।

পুলিশ ও প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, 'প্রশাসন ও পুলিশ বাহিনী আপনারা জনগণের শত্রু নন। আপনারা কোনো রাজনৈতিক দলের নন। কোন রাজনৈতিক দলের সেবকও নন। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই।'

'এ স্বৈরাচারী সরকারের হুকুম মানতে গিয়ে র‍্যাবের ওপর আন্তর্জাতিকভাবে স্যাংশন এসেছে। এটা দেশের জন্য অমঙ্গলজনক। এ অবৈধ সরকারের আমলে এটা হয়েছে। পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের কাছে অনুরোধ আপনারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন,' যোগ করেন তিনি।

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ গ্রেপ্তার নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি, ৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ গুলি চালিয়ে মকবুল হোসেনকে হত্যা, মিথ্যা গায়েবি মামলা, হামলা, সন্ত্রাস, নৈরাজ্য, বিএনপি কেন্দ্রীয় কার্যালয় পুলিশ জবর-দখল করার প্রতিবাদে এ সমাবেশ করে দলটি।

Comments

The Daily Star  | English

This time our fight is against corruption

From its mammoth rally in Dhaka yesterday, the Jamaat-e-Islami vowed to wage war on corruption if it gets the people’s mandate in the next general election.

2h ago