‘দেশে ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় বিএনপি-জামায়াত’

চট্টগ্রামে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল। ছবি: সংগৃহীত

বিএনপি-জামায়াতের 'নৈরাজ্যের' প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আজ শনিবার বিকেল ৩টায় শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি নগরীর নন্দনকানন, তুলসীধাম ও নিউমার্কেট মোড় প্রদক্ষিণ করে লাভলেইন মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ করেন নেতাকর্মীরা।

সাবেক ছাত্রনেতা শিবু প্রসাদ চৌধুরীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ-অর্থসম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর।

তিনি বলেন, 'নির্বাচনকে সামনে রেখে বিএনপি তার পুরনো রূপে ফিরে এসেছে। জ্বালাও-পোড়াও, অগ্নিসন্ত্রাসের দ্বারা ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে জনগণকে জিম্মির মাধ্যমে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় বিএনপি-জামায়াত।'

হেলাল আকবর চৌধুরী বাবর আরও বলেন, 'বাংলাদেশ এখন উন্নয়নে মহাসড়কে উপনীত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষের মাঝে সুখ-শান্তি বিরাজমান। এই স্থিতিশীল পরিবেশকে যারা নস্যাৎ করতে চায় তাদের রাজপথে প্রতিহত করা হবে।'

এদিকে, নগরীর সিটিগেট এলাকায় সকালে বিক্ষোভ সমাবেশ করেছেন যুবলীগের নেতাকর্মীরা। এসময় তারা লাঠি হাতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন।

নগরের বহদ্দারহাট মোড়ে চান্দগাঁও থানা ছাত্রলীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী।

Comments

The Daily Star  | English

DU JCD leader stabbed to death on campus

Shahriar Alam Shammo, 25, was the literature and publication secretary of the Sir AF Rahman Hall unit of Jatiyatabadi Chhatra Dal

1h ago