‘ডিএমপি কমিশনার বলেছিলেন সব অনুমতি নিয়েই মাঠ বরাদ্দ দেওয়া হয়েছে’

ডিএমপির অনুমতি পাওয়ার পর বিকেল থেকে গোলাপবাগ মাঠে জড়ো হতে থাকেন বিএনপি নেতাকর্মীরা। ছবি: প্রবীর দাশ/স্টার

রাজধানীর গোলাপবাগ মাঠে আগামীকালের বিএনপির বিভাগীয় সমাবেশ আয়োজনের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে (ডিএসসিসি) চিঠি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

এ মাঠে সমাবেশ আয়োজনে আজ শুক্রবার দুপুরে অনুমতি পায় বিএনপি। তবে মাঠটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ডিএসসিসি জানায়, মাঠ ব্যবহারে তাদের অনুমতি নেওয়া হয়নি।

এ প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ টুকু শুক্রবার রাত সাড়ে ৮টা ৪৫ মিনিটে দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা যখন ডিএমপি কমিশনারের কাছ থেকে গোলাপবাগ মাঠের অনুমতি পাই, তখন তিনি বলেছিলেন যে সব ধরনের অনুমতি নিয়েই আমাদের মাঠটি বরাদ্দ দেওয়া হয়েছে।'

'কিন্তু এখন যখন ডিএসসিসি বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে, আমরা মাঠ ব্যবহারের অনুমতি চেয়ে তাদেরকে একটি চিঠি দিচ্ছি,' যোগ করেন তিনি।

ডিএসসিসি জানায়, গোলাপবাগ মাঠে উন্নয়ন প্রকল্পের কাজ চলমান। মাঠে রাজনৈতিক সমাবেশ আয়োজন করা হলে সম্পদ বিনষ্টের আশঙ্কা আছে।

শুক্রবার দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন জানান, 'রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশ করার বিষয়ে পুলিশ আমাদের মৌখিক অনুমতি দিয়েছে।'

দুপুর ২টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের নেতৃত্বে একটি দল মাঠ পরিদর্শনে যায়। 

পরে বিকেল সাড়ে ৩টার দিকে র‍্যাবের একটি দল মাঠে প্রবেশ করে পরিদর্শন করে।

শনিবারের সমাবেশের জন্য গতকাল রাতে বিএনপি কমলাপুর মাঠের কথা প্রস্তাব করলেও পুলিশ মিরপুর বাঙলা কলেজের মাঠ প্রস্তাব করেছিল।

Comments

The Daily Star  | English

CA approves draft Anti-Terrorism Ordinance

Draft includes provision to ban an entity's activities, restrict terrorism-related content online

18m ago