অতীতের মতো বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতা দখলের সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

মুন্সিগঞ্জের সিরাজদিখানে মাদ্রাসা ভবন উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি। ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, বিএনপি যদি দেশ পরিচালনার দায়িত্বে যেতে চায় তাহলে জনগণের মাধ্যমে, ভোটের মাধ্যমে যেতে হবে। ভোট ছাড়া অতীতের মতো বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতা দখলের সুযোগ নেই।

আজ রোববার দুপুরে মুন্সিগঞ্জের সিরাজদিখানে মাদ্রাসা ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, 'কোনোভাবে কোনো নাশকতা, দেশের মানুষের জানমাল নিয়ে ছিনিমিনি খেলার অপচেষ্টা করলে নিশ্চয়ই সরকার জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে।'

তিনি আরও বলেন, 'আওয়ামী লীগের জন্ম হয়েছে মানুষের অধিকার আদায়ের মধ্য দিয়ে। আওয়ামী লীগের নেতৃত্বে ভাষার অধিকার, স্বাধীনতা, গণতন্ত্র পুনঃরুদ্ধার হয়েছে। আওয়ামী লীগের মাধ্যমে উন্নয়ন হয়েছে প্রথমে বঙ্গবন্ধুর হাত ধরে, এখন তার কন্যা শেখ হাসিনার হাত ধরে।'

দীপু মনি বলেন, 'নির্বাচনকে সামনে রেখে যারা শান্তি-শৃঙ্খলা, উন্নয়ন-অগ্রগতির পথ বন্ধ করতে চায় তারা একাত্তরের হত্যাকারী, ধর্ষণকারী, লুণ্ঠনকারী, যুদ্ধাপরাধের দোসর। ৭৫ এর হত্যাকারী, ২১ আগস্টের হত্যাকারী, অগ্নিসন্ত্রাসীরাই আবার উদ্যত হয়েছে।'

কামিল মাদ্রাসার ভবন উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান আল মামুন, সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল আলম তানভীর।

Comments

The Daily Star  | English
Khaleda Zia calls for unity

‘Seize the moment to anchor democracy’

Urging people to remain united, BNP Chairperson Khaleda Zia has said the country must quickly seize the opportunity to institutionalise the democratic system.

7h ago