সুনামগঞ্জে আ. লীগের সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

সুনামগঞ্জ
স্টার অনলাইন গ্রাফিক্স

সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ১০ জন আহত হয়েছেন।

আজ সোমবার দুপুর ১টার দিকে উপজেলার বিএডিসি মাঠে সম্মেলন শুরুর পর দিরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোশাররফ হোসেন এবং ‍উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় মঞ্চেও ইটপাটকেল ছোড়া হয়।

এ সময় মঞ্চে ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আজিজুস সামাদ ডন, স্থানীয় সংসদ সদস্য জয়া সেনগুপ্ত, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা শাহরিয়ারসহ জেলা পর্যায়ের নেতারা।

দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন মোশাররফ মিয়া, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান চৌধুরী, জেলা যুবলীগ নেতা আসাদুজ্জামান সেন্টু, জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি কুবাদ আলী, পৌর কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপসহ অন্তত ১০ জন।

পরে বিকেল ৩টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও সম্মেলন শুরু হয়।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন বলেন, 'সম্মেলন আবার শুরু হয়েছে। এ প্রসঙ্গে পরে কথা বলবো।'

Comments

The Daily Star  | English

Govt calls for patience as it discusses AL issue with parties

Taken the initiative to introduce necessary amendments to the ICT Act, says govt

38m ago