গুলশান-বনানী-বারিধারা-ধানমন্ডি

বাণিজ্যিক কাজে ব্যবহৃত আবাসিক ভবন চিহ্নিত করতে টাস্কফোর্স গঠনের সুপারিশ

ফাইল ছবি

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, ধানমন্ডির যেসব আবাসিক ভবন বাণিজ্যিকভাবে ব্যবহার হচ্ছে সেগুলো চিহ্নিত করতে স্পেশাল টাস্কফোর্স গঠনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

আজ রোববার জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে অনুষ্ঠিত জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।  

কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মাহবুব আলী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আশেক উল্লাহ রফিক, সৈয়দা রুবিনা আক্তার ও কানিজ ফাতেমা আহমেদ অংশ নেন।

এছাড়া বৈঠকে বিশেষ আমন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম অংশ নেন।

বৈঠকে হোটেল সোনারগাঁও ও হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থানকারী পর্যটকদের ওপর অতিরিক্ত ৫ শতাংশ ট্যাক্স কমিয়ে আগামী ১ মে থেকে ১ দশমিক ৫ শতাংশ করার সুপারিশ করা হয়।

এছাড়া, আজকের বৈঠকে পর্যটনশিল্প বিকাশে পার্বত্য চট্টগ্রাম, সুন্দরবন এবং সোনারগাঁওকে এক্সক্লুসিভ জোন করার জন্য সুপারিশ করা হয়। 

বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Dengue cases see sharp rise in early July

Over 1,160 hospitalised in first 3 days, total cases cross 11,000

16h ago