সুপ্রিম কোর্টে আবারও আ. লীগ-বিএনপিপন্থী আইনজীবীদের হাতাহাতি

আইনজীবী সমিতি
আজ বিকেল ৪টার দিকে সুপ্রিম কোর্টে ভোটকেন্দ্রের বাইরে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ছবি: সাজ্জাদ হোসেন/স্টার

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে আবারও হাতাহাতির ঘটনা ঘটেছে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২ দিনব্যাপী নির্বাচনের দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ভোটকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।

এ সময় প্রায় ৪০ মিনিট ধরে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি ও উত্তপ্ত বাক্য বিনিময় চলে।

গতকাল নির্বাচনের প্রথম দিনে নতুন নির্বাচন কমিশন গঠনের দাবিতে বিক্ষোভ করেন বিএনপিপন্থী আইনজীবীরা। ওই ঘটনাকে কেন্দ্র করে বিএনপিপন্থী আইনজীবী ও উপস্থিত সাংবাদিকদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। 

আজ বিকেল ৪টার দিকে বিএনপিপন্থী আইনজীবীদের সমর্থকরা ভোট চুরির অভিযোগ তোলেন। আওয়ামী লীগপন্থী আইনজীবীদের সমর্থকদের সে সময় 'সাদা, সাদা' শ্লোগান দিতে শোনা যায়।

উভয় পক্ষের আইনজীবীরা মাইক্রোফোনে একে অপরের শ্লোগানের জবাব দিচ্ছিলেন। তবে এ ঘটনায় পুলিশ নীরব ছিল।

বিকেল ৪টা থেকে শুরু হয়ে এখন পর্যন্ত দুই পক্ষ মুখোমুখি অবস্থানে আছে। এর মধ্যেই বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হয়।

এর আগে দুপুর ১২টার দিকেও এমন ঘটনা ঘটে বলে জানা গেছে।

 

Comments

The Daily Star  | English

Govt issues notification banning AL activities

A Public Security Division joint secretary confirmed the matter

28m ago