এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য ৭৪টি দোকান উচ্ছেদ করল চউক

উচ্ছেদ
দেওয়ানহাটে চউকের উচ্ছেদ অভিযান। ছবি: সংগৃহীত

এলিভেটেড এক্সপ্রেসওয়ের নকশা অনুযায়ী জায়গা খালি করতে চট্টগ্রাম নগরীর দেওয়ানহাটে একটি ৬ তলা ভবনের ৬২টি দোকানসহ মোট ৭৪টি দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)।

আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব দোকান উচ্ছেদ করা হয়েছে।

চউকের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ চৌধুরী উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন।

চউকের বিশেষ আদালতের বেঞ্চ সহকারী ফয়েজ আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য ৬ তলা ভবনসহ উচ্ছেদকৃত জায়গা অধিগ্রহণ করা হয়েছে। ভূমি মালিকদের উঠে যেতে ২ মাস আগে চিঠি দেওয়া হয়। কিন্তু তারা জায়গা খালি করে না দেওয়ায় প্রকল্পের কাজ থমকে আছে। তাই বাধ্য হয়ে উচ্ছেদ অভিযান চালিয়েছে চউক।'

এদিকে দোকান মালিকরা জানান, তারা দোকানের ক্ষতিপূরণ পাননি।

দোকানমালিক জাহিদুল আলম মামুন দ্য ডেইলি স্টারকে বলেন, 'বহুতল ভবনটির ভূমি ওয়াকফকৃত। এই ভূমির মালিককে চউক কর্তৃপক্ষ টাকা দিয়েছে। কিন্তু তিনি আমাদের টাকা দেননি। টাকা বুঝিয়ে না দিয়ে তিনি গড়িমসি করছেন।'

এ বিষয়ে জানতে ওয়াকফকৃত ভূমির মোতোয়াল্লি শফি ইকবালকে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি।

চউক জানায়, ভবনটি ভাঙার জন্য একটি প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হয়েছে। শিগগির ভবনটি ভেঙে জায়গাটি খালি করে দেওয়া হবে।

Comments

The Daily Star  | English

UK govt unveils 'tighter' immigration plans

People will have to live in the UK for 10 years before qualifying for settlement and citizenship

1h ago