আপিল বিভাগে হাইকোর্টের আদেশ স্থগিত, পৌর মেয়র পদে ফিরছেন না জাহাঙ্গীর

জয় বাংলা স্লোগান নিয়ে সুপ্রিম কোর্টের রায়
সুপ্রিম কোর্ট ভবন। স্টার ফাইল ছবি

আদালত অবমাননার দায়ে সুপ্রিম কোর্টের আদেশে কারা ভোগ করা দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের সরকারি সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

একই সঙ্গে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে এই আদালতে লিভ টু আপিল আবেদন করতেও সরকারকে বলেছে আপিল বিভাগ।

সুপ্রিম কোর্টের আদেশে জাহাঙ্গীর দিনাজপুর পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে সরকারের করা আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এবং জাহাঙ্গীরের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. রুহুল কুদ্দুস কাজল।

গত ২১ নভেম্বর জাহাঙ্গীর আলমের সাময়িক বরখাস্ত এক মাসের জন্য স্থগিত এবং দিনাজপুর পৌরসভার মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট।

স্থগিতাদেশের আদেশ চ্যালেঞ্জ করে জাহাঙ্গীরের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ এ আদেশ দেন।

দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমকে আদালত অবমাননার দায়ে গত ১২ অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এক মাসের কারাদণ্ড দিলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ৩১ অক্টোবর তাকে বরখাস্ত করে।

১২ অক্টোবর, সুপ্রিম কোর্ট তার একজন বিচারপতির বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার জন্য তাকে এক লাখ টাকা জরিমানা করে।

আদালত অবমাননার মামলায় জাহাঙ্গীরকে এক সপ্তাহের মধ্যে দিনাজপুরের নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন সুপ্রিম কোর্ট।

এর আগে জাহাঙ্গীর একটি ইউটিউব চ্যানেলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে একটি মামলার রায়কে কেন্দ্র করে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে মন্তব্য করেন।

Comments

The Daily Star  | English

Govt calls for patience as it discusses AL issue with parties

Taken the initiative to introduce necessary amendments to the ICT Act, says govt

38m ago