অপরাধ ও বিচার

হিজড়া ছদ্মবেশে ইয়াবা পাচার, সাভারে ২ রোহিঙ্গা আটক

হিজরা ছদ্মবেশে ২ রোহিঙ্গা মিয়ানমার থেকে ইয়াবা এনে ঢাকা ও এর আশেপাশের এলাকায় বিক্রি করতেন।
ঢাকার সাভার এলাকা থেকে হিজড়া ছদ্মবেশধারী ২ রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ছবি: সংগৃহীত

ঢাকার সাভার এলাকা থেকে হিজড়া ছদ্মবেশধারী ২ রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার ৩০০ পিস ইয়াবাসহ জব্দ করা হয়েছে।

আজ শুক্রবার সকালে সাভারের নিউমার্কেট এলাকা থেকে হিজরা ছদ্মবেশে থাকা রফিক (১৮) ও মামুনুরকে (২৩) আটক করেছে র‍্যাব।

র‌্যাব জানায়, হিজরা ছদ্মবেশে তারা ২ জন কক্সবাজার থেকে ইয়াবার বড় একটি চালান নিয়ে সাভারে এসেছেন। গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৭টার দিকে নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বাস থেকে নামার পরই হিজড়া ছদ্মবেশে থাকা ২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে র‍্যাব। এক পর্যায়ে তাদের দেহ তল্লাশি করে কয়েকটি পলিথিনের প্যাকেটে মোড়ানো ১০ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব-৪ (সিপিসি-২) কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান ডেইলি স্টারকে বলেন, 'আটক রফিক ও মামুনুর দুজনই মিয়ানমারের নাগরিক। তারা কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে থাকেন। ইয়াবা ব্যাবসায় আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা হিজরা ছদ্মবেশ নেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে দীর্ঘদিন ধরে তারা মায়ানমার থেকে ইয়াবা এনে রাজধানী ঢাকা ও এর আশেপাশের এলাকায় বিক্রি করে আসছে।'

দুজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

Human Rights Day: Police 'foil' Mayer Dak’s programme

A programme of Mayer Dak, a platform for family members of the victims of enforced disappearance, was foiled in the face of police resistance today

12m ago