অপরাধ ও বিচার

২ ছাত্রলীগ নেতাকে মারধর: তদন্ত শেষ করতে আরও ৫ দিন সময় চেয়েছে কমিটি

কমিটি গঠনের পরে দুই কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল।
থানায় নিয়ে ২ ছাত্রলীগ নেতাকে মারধরের ঘটনায় এডিসি হারুনকে প্রত্যাহার
এডিসি হারুন-অর-রশিদ। ছবি: সংগৃহীত

শাহবাগ থানায় ছাত্রলীগ নেতাদের নির্যাতনের ঘটনা তদন্ত শেষ করতে পাঁচ দিনের সময় চেয়েছে কমিটি।

আজ মঙ্গলবার সন্ধ্যায় কমিটির সদস্য ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (নিউ মার্কেট জোন) শাহেন শাহ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার তদন্ত কমিটি গঠনের পরে দুই কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল।

শাহেন শাহ বলেন, 'ঘটনার প্রত্যক্ষদর্শী ও এই ঘটনায় জড়িত সবার সঙ্গে কথা বলতে হবে। মাত্র দুই দিনের মধ্যে এটা করা যাবে না। সেই কারণে আমরা আরও পাঁচ দিনের সময় দিতে ডিএমপি কমিশনারকে অনুরোধ করেছি।'

Comments