বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ ইব্রাহিম মারা গেছেন

গতকাল বৃহস্পতিবার রাত ১টায় বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল্লাহ ইব্রাহিম ঢাকায় মারা গেছেন।তিনি ১৯৭১ সালের ২ সেক্টরের একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি ১ মে ১৯৫৪ সালে জন্মগ্রহন করেন। 
ছবি: সংগৃহীত

গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল্লাহ ইব্রাহিম ঢাকায় মারা গেছেন।তিনি ১৯৭১ সালের ২ সেক্টরের একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি ১ মে ১৯৫৪ সালে জন্মগ্রহন করেন। 

তার ছোট ভাই কথাসাহিত্যিক আহমদ মোস্তফা কামাল দ্য ডেইলি স্টারকে জানান, ২০২১ সালে করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে তিনি হৃদরোগ, কিডনি ও ফুসফুসের জটিলতাসহ বিবিধ স্বাস্থ্য-সমস্যায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। গতকাল রাত ১টায় নিজ বাসায় মারা যান।

আজ শুক্রবারে তার মরদেহ গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইরে নিয়ে গেলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সিঙ্গাইর উপজেলা কমান্ডের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানানো হয়। এরপর সিঙ্গাইর উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সশস্ত্র রাষ্ট্রীয় গার্ড অফ অনার প্রদান করা হয়।

মুক্তিযুদ্ধের সময় তিনি ২ নং সেক্টরের সাব-সেক্টর কমান্ডার ক্যাপ্টেন আবদুল হালিম চৌধুরীর ঘনিষ্ঠ সহচর ছিলেন। পেশাগত জীবনে তৎকালীন হলিফ্যামিলি রেডক্রস হাসপাতালের প্রশাসনিক পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

মৃত্যুকালে তিনি পরিবারসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য তিনি প্রখ্যাত কথাসাহিত্যিক এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির অধ্যাপক ড. আহমাদ মোস্তফা কামাল এবং প্রাক্তন ডেপুটি এটর্নি জেনারেল এবং সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুস সামাদ কামালের বড় ভাই।

Comments

The Daily Star  | English

Action will be taken if rallies held without permission: DMP commissioner

Newly appointed Dhaka Metropolitan Police (DMP) Commissioner Habibur Rahman today said police will take lawful action if any political party gathers without prior permission

38m ago