পাকিস্তানের রিজার্ভ আরও কমে ২.৯ বিলিয়ন ডলার

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ
রয়টার্স ফাইল ফটো

স্টেট ব্যাংক অব পাকিস্তান (এসবিপি) জানিয়েছে, ৩ ফেব্রুয়ারি শেষ হওয়া সপ্তাহে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৭০ মিলিয়ন ডলার কমে ২.৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে স্থগিত বেইলআউট কর্মসূচির আওতায় প্রয়োজনীয় ঋণের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে দেশটি। আইএমএফের সবুজ সংকেতের অপেক্ষায় আছে পাকিস্তান। এই ঋণ পেলে তারা অন্যান্য মাধ্যম থেকেও অর্থ সংগ্রহ করতে পারবে।

এসবিপি জানিয়েছে, 'বিদেশি ঋণ পরিশোধের' কারণে রিজার্ভ কমেছে।

এদিকে, বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে নিট ডলার আছে ৫.৬ বিলিয়ন ডলার। ফলে, দেশটির মোট তরল মজুতের পরিমাণ দাঁড়িয়েছে ৮.৫ বিলিয়ন ডলারে।

আরিফ হাবিব লিমিটেডে হিসাব অনুযায়ী, ২০১৪ সালের ফেব্রুয়ারির পর পাকিস্তানের রিজার্ভ সর্বনিম্ন পর্যায়ে আছে।

এর আগে, দেশটির অর্থমন্ত্রী ইসহাক দার বলেন, সরকার ও আইএমএফের মধ্যকার বিষয়গুলো আজ নিষ্পত্তি হবে বলে আশা করা হচ্ছে।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় মুদ্রা রূপির জন্য বাজার-নির্ধারিত বিনিময় হার এবং জ্বালানি ভর্তুকি সহজীকরণসহ বেইলআউট পুনরায় শুরু করতে আইএমএফ বেশ কয়েকটি শর্ত দিয়েছিল। দেশটির কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি বিনিময় হারের একটি সীমা তুলে নিয়েছে এবং সরকার জ্বালানির দাম ১৬ শতাংশ বাড়িয়েছে।

 

Comments

The Daily Star  | English

Thailand gets third leader this week as new cabinet sworn in

The new cabinet approved Phumtham's role as acting prime minister at its first meeting

19m ago