ঈশ্বরদীতে নিপাহ ভাইরাসে আক্রান্ত শিশুর মৃত্যু

পাবনা
স্টার অনলাইন গ্রাফিক্স

পাবনার ঈশ্বরদীতে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। সোমবার ভোররাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটি মারা যায়।

মারা যাওয়া শিশুটির নাম মো. সোয়াদ হোসেন (৭)। সে পাবনার ঈশ্বরদী উপজেলার আওতাপারা এলাকার সানোয়ার হোসেনের ছেলে। ঘটনাটি তদন্তে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) তদন্ত দল গঠন করেছে।

পরিবারের বরাত দিয়ে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আসমা খান দ্য ডেইলি স্টারকে বলেন, শিশুটি গত শুক্রবার খেজুরের রস খেয়েছিল। এর পরই সে অসুস্থ হয়ে পড়ে। অবস্থার অবনতি হলে শনিবার তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

ডা. আসমা বলেন, অচেতন থাকায় শিশুটিকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোমবার ভোররাতে সে মারা যায়। শিশুটি নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছিল বলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ক্লিনিক্যাল ডায়াগনসিসের মাধ্যমে নিশ্চিত হয়েছে। তবে শিশুটির বাড়িতে আর কাউকে অসুস্থ পাওয়া যায়নি।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক শামীম ইয়াজদানি দ্য ডেইলি স্টারকে বলেন, নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েই শিশুটি মারা গেছে।

পাবনা জেলা সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী ডেইলি স্টারকে বলেন, এখানে নিপাহ ভাইরাস শনাক্তের ব্যবস্থা নেই। ঘটনা জানার পর আইইডিসিআর আজ ১৭ সদস্যের তদন্ত দল গঠন করেছে। আজ রাতেই তারা ঘটনাস্থলে পৌঁছাবেন। তারা শিশুটির মৃত্যুর কারণ এবং নিপাহ ভাইরাস সংক্রমণের বিষয়টি নিশ্চিত করে বলতে পারবেন।

তিনি আরও জানান, পাবনায় নিপাহ ভাইরাসে এটাই প্রথম মৃত্যুর ঘটনা। এই ঘটনায় জেলা স্বাস্থ্য বিভাগ উদ্বিগ্ন। আইইডিসিআরের তদন্ত শেষে এলাকায় জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

Comments

The Daily Star  | English
VAT changes by NBR

Govt divides tax authority in IMF-backed reform

An ordinance published last night disbands NBR and creates two new divisions

56m ago