দুপুরের পরে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, ২০ জেলায় বইতে পারে কালবৈশাখী

আবহাওয়া অধিদপ্তর তাদের পূর্বাভাসে জানিয়েছে, আজও ঢাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
cloud.jpg
ছবি: রাশেদ সুমন/স্টার

সকালে রোদের দেখা মিললেও মেঘলাই রয়েছে ঢাকার আকাশ। আবহাওয়া অধিদপ্তর তাদের পূর্বাভাসে জানিয়েছে, আজও ঢাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

গতকাল বিকেলে ঝুম বৃষ্টি নামে ঢাকায়। একটানা কয়েক ঘণ্টা ঝরে থামে জ্যৈষ্ঠের বৃষ্টি।

আজ বুধবার সকালে আবহাওয়া সহকারী সেলিম উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'গতকাল দুপুর ১২টার পর থেকে আজ সকাল পর্যন্ত আমরা ঢাকায় ২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি।'

দুপুরের পর থেকেই গতকাল দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি নামে এবং কালবৈশাখী ঝড় বয়ে যায়।

আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'আজ ঢাকায় একটানা এত দীর্ঘ সময় হয়তো বৃষ্টি হবে না, তবে দুপুরের পরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।'

তিনি আরও বলেন, 'সারা দেশেই আজ বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। কিছু কিছু এলাকায় কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।'

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আজ ২০ জেলায় কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।

পূর্বাভাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে।

এছাড়া, বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এই জেলাগুলোতে। যে কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

Comments

The Daily Star  | English
Debt crisis

Foreign debt servicing likely to soar by 45pc

The government’s foreign debt servicing burden may rise by as much as 45 percent in the next fiscal year due to the devaluation of taka and higher utilisation of foreign loans in recent years.

11m ago