বাবার ৮০তম জন্মদিনে মেয়ের প্রথম সিনেমার ব্যানার উন্মোচন

১৯৭১ সেই সব দিন
‘১৯৭১ সেই সব দিন’ চলচ্চিত্রের ব্যানার উন্মোচন অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

স্বনামধন্য অভিনেতা প্রয়াত ড. ইনামুল হকের ৮০তম জন্মদিনে তার ভাবনা নিয়ে নির্মিত সিনেমা '১৯৭১ সেই সব দিন'-র ব্যানার উন্মোচনের অনুষ্ঠান আয়োজন করা হয় রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে।

গতকাল সোমবার সন্ধ্যায় অনুষ্ঠান শুরু হয় ব্যানার অংকন শিল্পী মো. শোয়েবকে পরিচয় করিয়ে দেওয়ার মধ্য দিয়ে।

প্রথম পর্বের এই অনুষ্ঠানে ছিলেন প্রখ্যাত চিত্রশিল্পী জামাল উদ্দিন আহমেদ, অভিনেতা আফজাল হোসেন ও মামুনুর রশীদ।

অনুষ্ঠানে বর্ষীয়ান অভিনেতা আবুল হায়াত ও জয়ন্ত চট্টোপাধ্যায় হাতে আঁকা দীর্ঘ ব্যানারটি উন্মোচন করেন।

ড. ইনামুল হককে নিবেদন 'জনম জনম তব তরে কাঁদিব' গানটি পরিবেশন করেন কামরুজ্জামান রনি। সামিনা হোসেন প্রেমা নৃত্যের মাধ্যমে স্মরণ করেন প্রয়াত এই শিল্পীকে।

এরপর মঞ্চে আসেন খ্যাতিমান অভিনেতা আফজাল হোসেন। তিনি মঞ্চে ডেকে নেন নাট্যজন সারা যাকের এবং চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা তৌকির আহমেদকে। এরপর মঞ্চে আসেন নাট্যব্যক্তিত্ব ও সিনেমা প্রযোজক লাকী ইনাম।

মঞ্চে সিনেমাটির টিজার ও ট্রেইলার প্রদর্শিত হয়।

সিনেমাটির মিউজিক কম্পোজার দেবজ্যোতি মিশ্র। তার কম্পোজিশনে 'ধন ধান্য পুষ্প ভরা' গাইতে গাইতে মঞ্চে উঠে আসেন '১৯৭১ সেই সব দিন' চলচ্চিত্রের শিল্পীরা। সিনেমাটি পরিচালনা করেছেন হৃদি হক।

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

11h ago