দ্বিতীয় সপ্তাহে আয় ৬৫ লাখ টাকা, ‘পাঠান’ চলছে ৪০ হলে

শাহরুখ খান অভিনীত বলিউডের 'পাঠান' সিনেমাটি তৃতীয় সপ্তাহে এসে দেশের ৪০টি হলে চলছে। প্রতিদিন ১৭৬টি করে শো থাকছে সিনেমাটির। দ্বিতীয় সপ্তাহে ৪৩টি হলে ১৮৫টি করে শো চলেছিল বলিউডের সিনেমাটির।

গত ১২ মে প্রথম সপ্তাহে সারা দেশের ৪১টি সিনেমা হলে মুক্তি পায় পাঠান। প্রতিদিন ২০৬টি শো ছিল।

'পাঠান' সিনেমাটি সিঙ্গেল স্ক্রিনে তেমন সুবিধা করতে পারছে না। তবে, দেশের মাল্টিপ্লেক্সগুলোতে মোটামুটি ভালো চলছে এই হিন্দি সিনেমাটি।

মাল্টিপ্লেক্সগুলোতে সরেজমিনে দেখা গেছে, শুধু ছুটির দিনে দর্শক সমাগম থাকছে। অন্য দিনগুলোতে মোটামুটি চলছে সিনেমাটি।

সিনেমা হল মালিকদের দীর্ঘ দিনের চাওয়া ছিল হিন্দি সিনেমার আমদানি। বলিউডের 'পাঠান' মুক্তির মাধ্যমে সেই চাওয়া পূরণ হয়েছে।

'পাঠান' সিনেমাটির বাংলাদেশে আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের অনন্য মামুন দ্য ডেইলি স্টারকে বলেন, 'তৃতীয় সপ্তাহে পাঠান দেশের ৪০টি সিনেমা হলে চলছে। প্রতিদিন ১৭৬টি করে শো থাকছে। তবে কিছুটা কমেছে শোয়ের সংখ্যা। আরও কিছু দিন সিনেমাটি বাংলাদেশের দর্শকরা দেখবে বলে আমার ধারণা। প্রথম সপ্তাহে বক্স অফিসে ৮৫ লাখ টাকা আয় করেছে। দ্বিতীয় সপ্তাহে ৬৫ লাখ টাকা আয় করেছে সিনেমাটি। আগামীতে বলিউডের আলোচিত সিনেমাগুলো মুক্তি পাবে আমাদের এখানে।'

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'পাঠান' বিশ্বব্যাপী মুক্তি পেয়েছিল ২৫ জানুয়ারি। বলিউড বাদশা শাহরুখ খান ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়াসহ অনেকেই। মুক্তির ১ মাসে সিনেমাটি হাজার কোটির বেশি ব্যবসা করেছে। বলিউডের ইতিহাসে সবচেয়ে বেশি ব্যবসাসফল ছবি হওয়ার গৌরব অর্জন করে 'পাঠান'।

Comments

The Daily Star  | English

No active militant presence in Bangladesh: home adviser

The reports of suspected extremists' deportation from Malaysia shows no links to local terrorist networks, he says

26m ago