দেশের রিজার্ভ আবারও ৩০ বিলিয়ন ডলারের নিচে

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বুধবার রিজার্ভ দাঁড়ায় ২৯ দশমিক ৯৭ বিলিয়ন ডলারে। এক বছর আগে একই দিনে যা ছিল ৪২.২৯ বিলিয়ন ডলার।
রয়টার্স ফাইল ছবি

চলতি মাসে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্বিতীয়বারের মতো ৩০ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে।

এর আগে, গত ৭ মে বাংলাদেশ ব্যাংক এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে ১ দশমিক ১৮ বিলিয়ন ডলারের আমদানি বিল পরিশোধ করায় রিজার্ভ কমে দাঁড়িয়েছিল ২৯ দশমিক ৭৭ বিলিয়ন ডলারে।

তবে, এর ২ দিন পর বিশ্বব্যাংকের দেওয়া ঋণ যোগ হওয়ায় রিজার্ভ বেড়ে দাঁড়ায় ৩০ দশমিক ৩৬ বিলিয়ন ডলার।

বিশ্বব্যাংক সরকারকে ৫০৭ মিলিয়ন ডলার দিলে দেশের সামষ্টিক অর্থনীতির বিভিন্ন খাতের চলমান চাপ কিছুটা কমে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বুধবার রিজার্ভ দাঁড়ায় ২৯ দশমিক ৯৭ বিলিয়ন ডলারে। এক বছর আগে একই দিনে যা ছিল ৪২.২৯ বিলিয়ন ডলার। অর্থাৎ গত এক বছরে রিজার্ভ প্রায় ৩০ শতাংশ কমেছে।

রপ্তানি আয় ও রেমিট্যান্সের তুলনায় আমদানি বেশি হওয়ায় কয়েক মাস ধরে বাংলাদেশের রিজার্ভ চাপে আছে।

Comments

The Daily Star  | English

Boy's death from falling rod: Site manager sues expressway worker

Hasib Hasan, the Banani and Mohakhali site manager, filed the case with Dhaka Railway Police Station, accusing Md Hasan, 32

1h ago