কোরিয়া-বাংলাদেশ ৩ বিলিয়ন ডলারের বাণিজ্যে আমদানি ২.৩৫ বিলিয়ন

দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য গত বছর নতুন উচ্চতায় পৌঁছেছে। আগের বছরের তুলনায় দুই দেশের মধ্যে বাণিজ্য প্রায় ৪০ শতাংশ বেড়ে ২০২২ সালে ৩ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে।

কোরিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ২০২২ সালে দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ৩ দশমিক ০৩৫ বিলিয়ন ডলার। ২০২১ সালে বাণিজ্য ছিল ২ দশমিক ১৮৮ বিলিয়ন ডলার।

গত বছর কোরিয়ায় ৬৭৮ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। তার আগের বছর রপ্তানির পরিমাণ ছিল ৫৫২ মিলিয়ন ডলার।

অন্যদিকে, ২০২১ সালে কোরিয়া থেকে ১ দশমিক ৬৩৬ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছিল বাংলাদেশ। ২০২২ সালে আমদানি ৪৪ দশমিক ১ শতাংশ বেড়ে ২ দশমিক ৩৫৭ বিলিয়ন ডলারে দাঁড়ায়।

২০০৭ সালে দেশটিতে বাংলাদেশের রপ্তানির পরিমাণ প্রথমবারের মতো ১০০ মিলিয়ন ডলার ছাড়িয়েছিল। ২০১১ সালে তা ২০০ মিলিয়ন এবং ২০১৩ সালে ৩০০ মিলিয়ন ডলারে পৌঁছায়।

বেশ কয়েক বছর স্থবির থাকার পর করোনা মহামারি চলাকালে ২০২০ সালে কোরিয়ায় রপ্তানি আগের বছরের তুলনায় ২ দশমিক ৯ শতাংশ কমে ৩৯৩ মিলিয়ন ডলার হয়।

কোরিয়ায় বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য হলো-তৈরি পোশাক, খেলাধুলার সামগ্রী ও ব্রোঞ্জ স্ক্র্যাপ। ২০২২ সালে কোরিয়ায় মোট রপ্তানির ৮৩ দশমিক ২ শতাংশ ছিল তৈরি পোশাক।

অন্যদিকে, ২০২১ ও ২০২২ সালে বাংলাদেশে কোরিয়ার রপ্তানি বৃদ্ধির প্রধান কারণ ছিল ডিজেল আমদানি।

২০২২ সালে কোরিয়া থেকে ডিজেল আমদানির পরিমাণ আগের বছরের তুলনায় ৭০৩ দশমিক ৮ শতাংশ বেড়ে ৯৭২ মিলিয়ন ডলারে দাঁড়ায়।

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Banning party activities: Govt amends anti-terror law

Activities of certain entities, and activities supporting them can now be banned

1h ago