চট্টগ্রাম থেকে কাতার এয়ারওয়েজের ফ্লাইট চালু আগামী বছর

কাতার এয়ারওয়েজ

আগামী বছরের মার্চে চট্টগ্রাম থেকে ফ্লাইট চালু করবে কাতার এয়ারওয়েজ। বৃহস্পতিবার এক ঘোষণায় এয়ারলাইনসটি জানায়, ২০২৪ সালের ১১ মার্চ চট্টগ্রামের ফ্লাইট চালু করা হবে।

একই ঘোষণায় আরও নতুন ৬ গন্তব্য, ১১টি রুটে পুনরায় ফ্লাইট চালু এবং ৩৫ রুটে ফ্লাইট বাড়ানোর কথা জানানো হয়েছে।

চট্টগ্রাম ছাড়া নতুন রুটগুলো হলো-সাউথ সুদানের জুবা, কঙ্গোর কিনশাসা, ফ্রান্সের লিওঁ এবং তলুজ, ইন্দোনেশিয়ার মেদান ও তুরস্কের ট্রাবজোন।

এর মধ্যে ট্রাবজোনে প্রথম এ বছরের জুনে এবং সর্বশেষ চট্টগ্রামে আগামী ১১ মার্চ ফ্লাইট চালু হবে।

এয়ারলাইনসটির প্রধান নির্বাহী কর্মকর্তা আকবর আল বাকের বলেন, ২০২২ সালের তুলনায় ২০২৩ সালের গ্রীষ্মকালে সপ্তাহে ৬৫৫টির বেশি ফ্লাইট পরিচালনা করা হবে।
 

Comments

The Daily Star  | English

IMF reaches agreement on $1.3 billion credit facility for Bangladesh

The global lender reaches agreement on third, fourth reviews of credit facility for the country

59m ago