ইঞ্জিনে ত্রুটি, শাহজালালে আমিরাতগামী এয়ার অ্যারাবিয়ার জরুরি অবতরণ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সংযুক্ত আরব আমিরাতগামী এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

আজ সোমবার সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে ফ্লাইটটি অবতরণ করে। ফ্লাইটের যাত্রী ও ক্রুরা নিরাপদে আছেন।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'শাহজালাল থেকে উড্ডয়নের পর যশোরের আকাশসীমায় পৌঁছালে এয়ারবাস-৩২০ এর পাইলট উড়োজাহাজের ইঞ্জিনের সমস্যার কথা উল্লেখ করে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করেন। পাইলট শাহজালালে ফিরে এসে জরুরি অবতরণ করতে চান।'

তিনি আরও বলেন, 'বিমানবন্দর কর্তৃপক্ষ জরুরি অবতরণের জন্য সব ব্যবস্থা নেয়।'

Comments

The Daily Star  | English
jamaat-ameer-shafiqur

Second uprising, this time against corruption: Jamaat chief

Says, if elected, MPs will act as servants, not masters

2h ago