প্রথম দিনেই পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা, আহত ২

যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার প্রথম দিনে পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এতে ২ জন আহত হয়েছেন।
প্রথমদিনে পদ্মা সেতুতে মোটরসাইকেলের ভিড়। ছবি: স্টার

যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার প্রথম দিনে পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এতে ২ জন আহত হয়েছেন।

শরীয়তপুর নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এসএম মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পদ্মা সেতুর ২৬ ও ২৭ নম্বর পিলারের মাঝখানে চলন্ত মোটরসাইকেলে ভিডিও করার সময় দুর্ঘটনাটি ঘটে। এতে ২ জন গুরুতর আহত হয়েছেন।

তিনি আরও বলেন, 'আহত দুজনকে আশেপাশের লোকজন একটি মিনি ট্রাকে উঠিয়ে দেন। ট্রাকটি ঢাকার পথে রওনা হয়েছে। তবে তাদেরকে ঠিক কোথায় নেওয়া হয়েছে তা খোঁজ নেওয়া হচ্ছে।'  

Comments

The Daily Star  | English
social safety net budget

Safety Net Programmes: Slice for the poor only gets thinner

Although budgetary allocation for social safety net programmes has increased over the past 13 years, the share of compatible programmes has declined significantly.

51m ago