জেন্ডার সমতায় দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ

জেন্ডার সমতা সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ। মঙ্গলবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম প্রকাশিত ‘গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট-২০১৬’ এ ১৪৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৭২তম। বাংলাদেশ গত বছর এই সূচকে দক্ষিণ এশিয়ায় শীর্ষে উঠে আসে।

সর্বশেষ রিপোর্টে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ৮৭তম, শ্রীলঙ্কা ১০০তম, নেপাল ১১০তম, মালদ্বীপ ১১৫তম এবং ভুটান ১২১তম অবস্থানে রয়েছে। আর ১৪৩তম হয়ে পাকিস্তান রয়েছে সর্বশেষে।

জেন্ডার সমতায় অষ্টম বারের মতো শীর্ষ স্থানে রয়েছে আইসল্যান্ড। এর পরই রয়েছে ফিনল্যান্ড, নরওয়ে ও সুইডেন।

গত বছর দক্ষিণ এশিয়ার সবগুলো দেশকে পেছনে ফেলে বিশ্বের ১৪৫টি দেশের তালিকায় ৬৪তম অবস্থানে উঠে আসে বাংলাদেশ। আর ২০১৪ সালে ১৪২টি দেশের মধ্যে বাংলাদেশ ছিল ৬৮তম অবস্থানে।

এছাড়াও গত ৫০ বছরে সবচেয়ে বেশি সময় নির্বাচিত নারী রাষ্ট্র প্রধান বা সরকার প্রধান থেকেছেন এমন দেশের তালিকায় বাংলাদেশ শীর্ষে রয়েছে। এই তালিকায় বাংলাদেশের পর ভারত, আয়ারল্যান্ড, আইসল্যান্ড, ফিলিপাইন, শ্রীলঙ্কা, নরওয়ে, ফিনল্যান্ড, লাইবেরিয়া ও যুক্তরাজ্য রয়েছে।

সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক সংস্থাটির রিপোর্টে আরও দেখা যাচ্ছে, প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ভর্তির ক্ষেত্রে বেশ কয়েকটি দেশের সাথে যৌথভাবে শীর্ষ স্থানের রয়েছে বাংলাদেশ।

Comments

The Daily Star  | English

Cops gathering info on polls candidates

Based on the findings, law enforcers will assess security needs in each constituency and identify candidates who may pose risks.

12h ago