গাইবান্ধার এমপি লিটন সন্ত্রাসীদের গুলিতে নিহত

MP Liton
গাইবান্ধার সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন

সন্ত্রাসীদের গুলিতে আহত গাইবান্ধার আওয়ামী লীগের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন মারা গেছেন।

রংপুর রেঞ্জের উপ-মহাপরিদর্শক খোন্দকার গোলাম ফারুক দ্য ডেইলি স্টারকে বলেন, এমপি লিটনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত ডাক্তাররা তাঁকে মৃত ঘোষণা করেন।

এর আগে সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান জানান, মোটরসাইকেল আরোহী তিনজন অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসী আজ সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে লিটনের বাড়িতে ঢুকে তাঁর ওপর হামলা চালায়। তখন তিনি গেস্টরুমে অবস্থান করছিলেন।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি আমাদের গাইবান্ধা সংবাদদাতাকে জানান সন্ত্রাসীরা গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।



Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Heatwave likely to ease; rain expected across Bangladesh tomorrow

A severe heatwave is sweeping over Rajshahi, Pabna, Sirajganj, Rajbari, Khulna, Chuadanga, Meherpur, and Jashore

15m ago