২০৩০ সালের মধ্যে বিজিএমইএ ১০০ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করতে চায়

ছবি:সংগৃহীত

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলার সমমূল্যের পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

বিজিএমইএর সভাপতি ফারুক হাসান বলেন, ১০০ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য স্থানীয় রপ্তানিকারকরা কৃত্রিম ফাইবার, কারিগরি পোশাক ও মূল্য সংযোজনকারী গার্মেন্টস পণ্যের ওপর নির্ভর করছে।

রাজধানীর ওয়েস্টিন হোটেলে আজ মঙ্গলবার তৈরি পোশাকের ভবিষ্যৎ নিয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে পোশাক প্রস্তুতকারকদের প্ল্যাটফর্ম 'পরিবর্তন' স্লোগানের সাথে নতুন লোগো উন্মোচন করে।

গত অর্থবছরে, বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানি করে ৪২ দশমিক ৬১ বিলিয়ন ডলার আয় করেছে, যা তার আগের বছরের তুলনায় ৩৫ দশমিক ৪৭ শতাংশ বেশি।

নিটওয়্যার চালান থেকে আয় বছরে ৩৬ দশমিক ৮৮ শতাংশ বেড়ে ২৩ দশমিক ২১ বিলিয়ন ডলার হয়েছে এবং উভেন গার্মেন্টের চালান বছরে ৩৩ দশমিক ৮২ শতাংশ বেড়ে ১৯ দশমিক ৩৯ বিলিয়ন ডলার হয়েছে।

২০১৫ সালে বিজিএমইএ ২০১২ সালের মধ্যে ৫০ বিলিয়ন ডলার সমমূল্যের পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল।

যদিও২০১৬ এবং ২০১৭ সালের বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও ২০২০ ও ২০২১ সালে করোনা মহামারির কারণে সেই লক্ষ্যে তারা পৌঁছাতে পারেনি।

Comments

The Daily Star  | English

Govt calls for patience as it discusses AL ban with parties

Taken the initiative to introduce necessary amendments to the ICT Act, says govt

1h ago