যেসব দেশে রপ্তানি হয় বাংলাদেশের আম

স্টার ফাইল ছবি

স্বাদে গন্ধে বহু দেশের মানুষের মন জয় করেছে বাংলাদেশের আম।

বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও ফিলিপাইনের নাগরিকরা মূলত বাংলাদেশের গ্রীষ্মকালীন এই ফলটি খুবই পছন্দ করেন।

সৌদি আরব, কুয়েত ও কাতারসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশে উৎপাদিত রসালো এই ফলটির চাহিদা বাড়ছে। পাশাপাশি যুক্তরাজ্য, ইতালি, জার্মানি, ফ্রান্স, সুইডেন ও কানাডাতেও রয়েছে বাংলাদেশি আমের বহু ক্রেতা।

ক্রমবর্ধমান বৈশ্বিক চাহিদার কারণে ২০১৮ সালের পর বাংলাদেশের আম রপ্তানি ৪ গুণ বেড়েছে। 

গত মে মাস পর্যন্ত শেষ ১১ মাসে দেশের ব্যবসায়ীরা আকাশ পথে ৯৮০ টন আম বিদেশে পাঠিয়েছেন। যা গত বছরের তুলনায় ২৪ শতাংশ বেশি এবং ৫ বছরের মধ্যে সর্বোচ্চ।

স্টার ফাইল ছবি

স্থানীয় আম চাষিরা জানিয়েছেন, বিশ্বব্যাপী হলুদ জাতের আমের চাহিদা সবচেয়ে বেশি। কিন্তু বাংলাদেশি আম পাকার পরও সবুজ থাকার কারণে চাহিদা কিছুটা কম।

তবে, সুখবর হলো দেশের গবেষকরা এখন হলুদ জাতের আম উৎপাদনে কাজ করছেন।

এ ছাড়া আরও একটি ভালো খবর হলো, ২০২১ সালে দেশে ২৫ লাখ টন আম উৎপাদিত হওয়ায় বাংলাদেশ এখন বিশ্বের শীর্ষ আম উৎপাদনকারী দেশ।

Comments

The Daily Star  | English

Advisory council clears anti-terrorism law amendement

Draft includes provision to ban an entity's activities, restrict terrorism-related content online

1h ago