ইস্পাত পণ্যের কাঁচামাল আমদানিতে কর ৫ থেকে কমিয়ে ৩ শতাংশ করার প্রস্তাব

স্টার অনলাইন গ্রাফিক্স

ভৌত অবকাঠামো নির্মাণের অন্যতম উপকরণ গ্যালভানাইজড আয়রন শিট বা স্টিলজাত পণ্য উৎপাদনের ক্ষেত্রে কাঁচামাল আমদানিতে কর কমানোর প্রস্তাব করা হয়েছে প্রস্তাবিত বাজেটে।

আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংসদে বাজেট বক্তৃতায় এ প্রস্তাব উপস্থাপন করেন।

প্রস্তাবনায় আয়রন শিট বা স্টিলজাত পণ্য উৎপাদনে ব্যবহৃত এইচআর কয়েল এবং জিংক অ্যালয় জাতীয় কাঁচামাল আমদানির ক্ষেত্রে করহার ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। 

অর্থমন্ত্রী বলেন, 'এসব পণ্য উৎপাদনে নিয়োজিত শিল্প প্রতিষ্ঠানকে কর সুবিধা দেওয়া হলে ভৌত অবকাঠামো নির্মাণ ও সরকারি আশ্রয়ণ প্রকল্পের বাস্তবায়ন সহজ ও মূল্য সাশ্রয়ী হবে।'
 

Comments

The Daily Star  | English

Drafting new constitution can take a long time: Asif Nazrul

He proposes that the next parliament act as the constitutional authority and amend the 1972 Constitution until a new one is enacted

18m ago