ঢাবি ছাত্রদলের ২ নেতাকে ‘মারধরের পর’ থানায়, আগের মামলায় গ্রেপ্তার
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদলের ২ নেতাকে থানায় দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদেরকে আগের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে শাহবাগ থানা পুলিশ।
ওই দুই নেতা হলেন—ড. মুহম্মদ শহীদুল্লাহ হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম আল নাসের মিশুক ও বিশ্ববিদ্যালয় শাখার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খান জসিম।
এর আগে গতকাল রাতে ক্যাম্পাসে দলীয় কর্মসূচির ব্যানার টানাতে গেলে ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের মারধর করে।
ছাত্রদল নেতাদের অভিযোগ, ছাত্রলীগ নেতারা ওই দুজনকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়েছে। তাদের ফোন ও মানিব্যাগ ছিনতাই করেছে।
'ছাত্রলীগ নেতারা মারধর করে জোর করে তাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড নিয়ে গেছে। অ্যাকাউন্ট থেকে আমাদের পার্টি চেয়ারম্যানের বিরুদ্ধে পোস্ট করেছে,' ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নাসির উদ্দিন নাছির বলেন।
ঢাবি প্রক্টর এম মাকসুদুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'ওই দুজন ঢাবির বর্তমান শিক্ষার্থী নন। গত রাতে আমরা তাদের পুলিশের কাছে হস্তান্তর করেছি।'
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ বলেন, 'আগের একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। আমরা আসামিদের দ্রুত আদালতে পাঠাব।'
ছাত্রলীগের মারধরের বিষয়ে জানতে চাইলে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত দ্য ডেইলি স্টারকে বলেন, 'ক্যাম্পাসে ষড়যন্ত্রের তৎপরতা চালাতে গেলে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদল নেতাদের প্রতিহত করেছে।'
Comments