এইচএসসিতে বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের দাবি নিয়ে মানববন্ধন

শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: সংগৃহীত

চলতি বছর কয়েক দফায় স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করে বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের দাবিতে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন করেছেন পরীক্ষার্থীরা।

আজ সোমববার দুপুর ১২টার দিকে শহরের বেশ কয়েকটি কলেজের শতাধিক শিক্ষার্থী এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।

এসময় শিক্ষার্থীরা 'চব্বিশের বাংলায় বৈষম্যর ঠাঁই নাই', 'অন্যায় অবিচার মানবো না, মানছি না', এক দফা এক দাবি, মানতে হবে মানতে হবে'সহ বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীদের ভাষ্য, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় তারা আবার পরীক্ষায় বসতে চান না। কারণ কোনো বোর্ড পরীক্ষা ৫-৬ মাস ধরে চলতে পারে না। তাদের মূল্যায়ন বিকল্প কোনো পদ্ধতিতে করে দ্রুত ফলাফল ঘোষণা করতে হবে।

মানববন্ধনে গাজীপুর মেট্রোপলিটন কলেজ, গাজীপুর আইডিয়াল কলেজ ও জেলা কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

Comments

The Daily Star  | English

How will cops file 'video cases' for over-speeding?

Police will file cases matching the number plates of the vehicles with BRTA database

1h ago