তাপদাহের কারণে কাল যেসব জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

দীর্ঘ ছুটির পর হিট অ্যালার্টের মধ্যেই রোববার প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ খোলে। প্রচণ্ড গরমের মধ্যে শিক্ষার্থীদের স্কুলে যেতে দেখা গেছে। ছবি: আনিসুর রহমান/স্টার

দেশে চলমান তাপদাহের কারণে আগামীকাল মঙ্গলবার দেশের বেশকিছু জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, তাপদাহের কারণে আগামীকাল খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এছাড়া ঢাকা বিভাগের ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ জেলার, রংপুর বিভাগের কুড়িগ্রাম ও দিনাজপুর জেলার এবং বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল বন্ধ থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে পরামর্শ করে শিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানান জনসংযোগ কর্মকর্তা।

 

Comments

The Daily Star  | English
The Indian media and Bangladesh-India relations

The Indian media and Bangladesh-India relations

The bilateral relationship must be based on a "win-win" policy, rooted in mutual respect, non-hegemony, and the pursuit of shared prosperity and deeper understanding.

6h ago