শিক্ষার্থীদের স্মার্ট করতে অলিম্পিয়াড আয়োজনের বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

দীপু মনি
চাঁদপুর জেলা প্রশাসন আয়োজিত অলিম্পিয়াড-২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। ছবি: আলম পলাশ

শিক্ষার্থীদের আরও স্মার্ট করে তুলতে সারাদেশে অলিম্পিয়াড আয়োজনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

আজ মঙ্গলবার দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত অলিম্পিয়াড-২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী দীপু মনি এ মন্তব্য করেন।

এ সময় দীপু মনি বলেন, 'শিক্ষার্থীদের স্মার্ট করে তুলতে সারাদেশে অলিম্পিয়াড আয়োজনের কোনো বিকল্প নেই এবং চাঁদপুর জেলা প্রশাসন সেটা প্রমাণ করে দিয়েছে। আমরা চাই এভাবে জেলায় জেলায় এ ধরনের প্রতিযোগিতামূলক শিক্ষাভিত্তিক অলিম্পিয়াড আয়োজন হোক।'

'এর মধ্যে শিক্ষার্থীরা তাদের জ্ঞানের পরিধি ঘটাতে পারবে এবং চতুর্থ বিপ্লবের সঙ্গে নিজেদের গড়ে তুলতে পারবে। তাহলেই আমরা আমাদের দেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে পারব,' বলেন তিনি।

মন্ত্রী দীপু মনি আরও বলেন, 'স্মার্ট নাগরিক মানে নিজে নিজে চিন্তা করতে শেখা। সৎ, পরমতসহিষ্ণু, অসাম্প্রদায়িক, মানবিক, বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ করে তোলা। আর নতুন শিক্ষা পদ্ধতি শিক্ষার্থীদের এগুলোই শেখাবে।'

'এক্ষেত্রে নতুন শিক্ষাক্রম যেমন ভূমিকা রাখবে, তেমনি এ ধরনের অলিম্পিয়াড প্রতিযোগিতা শিক্ষার্থীদের এগিয়ে নেবে এবং দেশে ও বিদেশের সর্বত্র নানান সাফল্য অর্জনেও ভূমিকা রাখবে,' যোগ করেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, 'আমরা দেশ মাকে যেমন ভালোবাসি, তেমনি ভাষাকেও ভালোবাসতে হবে। বাংলা ভালোভাবে শিখতে এবং ব্যবহার করতে হবে। ভাষার বিকৃতি যেন আমরা না করি। কমপক্ষে হলেও আরেকটি ভাষা শিখি। ইংরেজি ভাষা সারা বিশ্বে চলে, সেই ভাষা অন্তত শিখব। আর কেউ যদি তৃতীয় ও চতুর্থ ভাষা শেখো, তাহলে তো কথাই নেই, সারা পৃথিবীর দরজা তোমার জন্য খোলা।'

তিনি বলেন, 'জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছিলাম। আজ তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হয়েছি। ডিজিটাল বাংলাদেশ হয়েছি। আগামী দিনে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ হবে। তার জন্য স্মার্ট নাগরিক লাগবে, আর সেই স্মার্ট নাগরিক হবে তোমরা। তার জন্য তোমাদের সে গুণাবলী অর্জন করতে হবে।'

ছেলে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, 'আমি আশা করি তোমরা নিজেদের এমনভাবে গড়ে তুলবে যেন তোমরা নারীর প্রতি শ্রদ্ধাশীল হও। আমরা যেন না শুনি এখানে ইভটিজিং হচ্ছে, মেয়েদের যৌন হয়রানি করা হচ্ছে।'

চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে এবং কবি ও লেখক পীযুষ কান্তি বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, চাঁদপুর পৌর মেয়র মো. জিল্লুর রহমান, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাস, পুরানবাজার ডিগ্রি কলেজ অধ্যক্ষ রতন কুমার মজুমদার প্রমুখ।

চাঁদপুর জেলা প্রশাসন সূত্র জানায়, সরকারি অর্থায়ন ছাড়াই সম্পূর্ণ নিজ উদ্যোগে গত বছরের অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত জেলার ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায় পর্যন্ত জেলার ৩ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ইংরেজি স্পেলিং কনটেস্ট, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য রসায়ন, পদার্থ, জীববিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে জেলা প্রশাসন অলিম্পিয়াড সম্পন্ন করা হয়। এতে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী অংশ নেয়।
 

Comments

The Daily Star  | English

Bangladesh lost over Tk 226,000cr for tax evasion: CPD

CPD estimated that around 50 percent of this amount has been lost to corporate tax evasion.

38m ago