ষষ্ঠ-সপ্তম শ্রেণির বইয়ে ভুল: ২টি তদন্ত কমিটি

ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ২০২৩ শিক্ষাবর্ষের বইয়ে অসংগতি বা ভুল তথ্য-উপাত্ত থাকলে তা পর্যালোচনাপূর্বক সংশ্লিষ্ট কার্যক্রমে কারো গাফলতি বা ইচ্ছাকৃত ভুল ছিল কি না তা তদন্তে ২টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

প্রতিটি কমিটিতে ৭ জন করে সদস্য আছেন। একটি কমিটিকে আগামী ৩ সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আরেকটি কমিটিকে ১ মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একটি তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব খালেদা আক্তারকে। সদস্য সচিব হলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. মিজানুর রহমান। এই কমিটিকে আগামী ৩ সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন— মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব মোল্লা মিজানুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন পরিচালক (প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক মনোনীত), কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের একজন উপসচিব (কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক মনোনীত), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক সিরাজুল ইসলাম খান এবং বিএএফ শাহীন স্কুলের সহকারী শিক্ষক মো. আব্দুল মান্নান মিয়া।

আরেকটি তদন্ত কমিটির আহ্বায়ক হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্সের পরিচালক ড. আব্দুল হালিম এবং সদস্য সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (মাধ্যমিক) মো. আজীজ উদ্দিন। এই কমিটিকে ১ মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

Comments

The Daily Star  | English
Chief Adviser's suggestion on voter age

Chief Adviser suggests minimum voter age of 17

"If the majority of the people of the country like the age to be recommended by the Commission, I will accept it"

3h ago