পাল্টা আক্রমণের চেয়ে ভুল সংশোধনের ব্যাপারে বেশি আগ্রহী: শিক্ষামন্ত্রী

পাল্টা আক্রমণের চেয়ে ভুল থাকলে সংশোধনের ব্যাপারে বেশি আগ্রহী
শিক্ষামন্ত্রী দীপু মনি। ছবি: ফেসবুক থেকে

চলতি শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের বিষয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, 'কে কি বললো, সেটা নিয়ে এখন তাকে পাল্টা আক্রমণের চেয়ে আমি মনে করি- কোথায় ভুল করেছি, আমার কোথায় ভুল আছে, আমার ভুল থাকলে সেটা সংশোধনের ব্যাপারে বেশি আগ্রহী।'

আজ মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে ভুল-ভ্রান্তি সংশোধন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান শিক্ষামন্ত্রী।

নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে ভুল-ভ্রান্তি, তথ্য বিকৃতি ও ধর্মীয় উসকানি সংশোধনসহ জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে উচ্চপর্যায়ের দুটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। কমিটিতে প্রধানমন্ত্রীর কার্যালয়, শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা সম্পৃক্ত থাকবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। 

আগামী রোববারের মধ্যে এ ২ কমিটির বিস্তারিত রূপরেখা তুলে ধরা হবে বলেও জানান তিনি।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, 'কেউ কেউ আছেন অন্ধকারে ঢিল ছুড়ছেন, একেবারেই হয়তো পড়ে দেখেননি। কিংবা যারা ইচ্চাকৃতভাবে অন্য কিছু করছেন। তাদের বিষয় দেখবার জন্য সরকারের বিভিন্ন মানুষ থেকে শুরু করে দায়িত্বশীল ব্যক্তি সকলেই আছেন। সেগুলো আপনারা সবাই দেখবেন।'

'আমরা মানুষ, ভুল হতে পারে। ভুল হলে আমি মনে করি তা স্বীকার করতে আমাদের কোনো লজ্জাবোধ থাকা উচিত না। কিন্তু আমাদের মধ্যে কোনো ইচ্ছাকৃত ভুল আছি কি না, অন্যায়ভাবে আমরা সমাজে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করেছি কি না, কাউকে হেয় প্রতিপন্ন করেছি কি না সেটা দেখতে হবে।'

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'আমরা বিশেষজ্ঞ কমিটি করছি এ কারণে, তারা সব কিছু খুঁটিয়ে দেখবেন; সঠিকভাবে বিজ্ঞান প্রতিফলিত হয়েছে কি না, ছবি নিয়ে যদি কোনো আপত্তি থাকে তাহলে দেখতে হবে সেই ছবি সঠিক কি না। অনেক সময় অনেক কিছু আছে সেটা প্রয়োজন নেই। আবার অনেক ধরনের কাল্পনিক কিছু বিষয় থাকতে পারে। সেটা দেখার জন্য বিশেষজ্ঞ কমিটি করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'আমি মনে করি এখন যেখানে যে ভুলগুলো আছে তা সংশোধন করে শিক্ষার্থীদের হাতে সঠিক বই তুলে দেওয়া। সঠিক তথ্য নিয়ে কোথাও কোনো আপত্তিকর কিছু যাতে না থাকে, অস্বস্তিকর কিছু না থাকে সে রকম করে আমরা যেন বইগুলো তুলে দিতে পারি এখন আমাদের চেষ্টা সেটি।'

 

 

 

Comments

The Daily Star  | English
NBR speeds up auction process of abandoned goods

NBR moves to speed up auction of abandoned goods

About 2 lakh tonnes of imported goods left abandoned at Chattogram port alone for years

3h ago