এসএসসি পরীক্ষার্থীদের যে পরামর্শ দিলো ডিএমপি

ছবি: স্টার ফাইল ফটো

গত কয়েকদিনের বৃষ্টি ও খোঁড়াখুঁড়ির কারণে বিভিন্ন সড়কে পানি জমে যানবাহন চলাচলে বেশ ধীরগতি হওয়ায় এসএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রের উদ্দেশে রওনা দেওয়ার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

আজ বুধবার দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এ অনুরোধ জানায়।

আগামীকাল থেকে এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। যানজটের কথা বিবেচনা করে সকাল ১০টার পরিবর্তে সকাল ১১টা থেকে এ পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

করোনাভাইরাস মহামারির কারণে পিছিয়ে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা জুনে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু জুনের মাঝামাঝি সময়ে বন্যার কারণে সরকার ১৭ জুন পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়।

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। তাদের মধ্যে শুধু সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীন এসএসসি পরীক্ষার্থী প্রায় ১৬ লাখ। দেশব্যাপী ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বছর ঢাকা শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৯৪ হাজার ৯৯৮ জন, রাজশাহী বোর্ডে এক লাখ ৯৬ হাজার ৬০০ জন, কুমিল্লা বোর্ডে এক লাখ ৮৮ হাজার ৭১৪ জন, যশোর বোর্ডে এক লাখ ৭০ হাজার ৩৭৭ জন, চট্টগ্রাম বোর্ডে এক লাখ ৪৯ হাজার ৭১০ জন, বরিশাল বোর্ডে ৯৫ হাজার ৯৭৬ জন, সিলেট বোর্ডে এক লাখ ১৬ হাজার ৪২৭ জন, দিনাজপুর বোর্ডে এক লাখ ৭৩ হাজার ৯৬১ জন এবং ময়মনসিংহ বোর্ডে এক লাখ ১২ হাজার ৯৪৮ জন।

Comments

The Daily Star  | English

‘Shockingly insufficient’

"The proposed decision to allocate USD 250 billion per year for all developing countries is shockingly insufficient," said the adviser

3h ago