ট্রেনে কাটা পড়ে কৃষি বিশ্ববিদ্যালয়ের ২২ ভেড়ার মৃত্যু

ময়মনসিংহে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ২২টি ভেড়া মারা গেছে।
শুক্রবার সকাল ১০টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বাকৃবি সার্জারি অ্যান্ড অবসটেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বারী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গবেষণা কাজে ব্যবহারের জন্য বিভিন্ন প্রকল্পে ৪৭টি উন্নত প্রজাতির ভেড়া কেনা হয়েছিল। সেগুলো দেখভালের জন্য কেয়ারটেকার আছেন। সকালে খামার থেকে বের হয়ে ভেড়ার পাল রেললাইনে উঠে পড়ে। সেই সময় যাত্রীবাহী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকার দিকে যাচ্ছিল। ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ২২টি ভেড়া মারা যায়।
ফরিদা ইয়াসমিন আরও জানান, এই ভেড়াগুলো দিয়ে আন্তর্জাতিক মানের গবেষণার কাজ চলছিল। গবেষণা কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন শিক্ষার্থীরা।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আক্তার হোসেন বলেন, তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
Comments