হল না খোলা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থানের ঘোষণা কুয়েট শিক্ষার্থীদের

ছবি: হাবিবুর রহমান/স্টার

হল না খোলা পর্যন্ত ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা।

আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে সংবাদ সম্মেলন করে তারা এই ঘোষণা দেন।

শিক্ষার্থীরা জানান, যতক্ষণ পর্যন্ত প্রশাসন হল না খুলে দিচ্ছে, ততক্ষণ তারা ক্যাম্পাস ত্যাগ করবে না। আজ রাতে তারা পাটি বিছিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করবে।

সরেজমিনে দেখা গেছে, প্রায় শতাধিক শিক্ষার্থী তাদের প্রয়োজনীয় জিনিসপত্রসহ ব্যাগ নিয়ে প্রশাসনিক ভবনের সামনে বসে আছেন। তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন।

শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, যদি রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তাদের সঙ্গে কোনো যোগাযোগ না করা হয়, তাহলে আগামীকাল শিক্ষার্থীরা তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।

শিক্ষার্থীদের আন্দোলন ও ক্যাম্পাসে অবস্থান সম্পর্কে বিশ্ববিদ্যালয় প্রশাসনের করণীয় জানতে চাইলে কুয়েট সিন্ডিকেট সদস্য ও ইইই ডিসিপ্লিনের প্রধান মো. রফিকুল ইসলাম কোনো মন্তব্য করতে রাজি হননি।

Comments

The Daily Star  | English

Power grid failure causes outage across 21 districts

According to the Power Grid Bangladesh PLC, the situation has since returned to normal

3h ago