ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই থাকছে ৭ কলেজ, রেজিস্ট্রার আলাদা

ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল। ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকার সরকারি সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তই থাকছে। তবে তাদের জন্য পৃথক ব্যবস্থা থাকবে, যেখানে তাদের বিষয়টা আলাদাভাবে দেখা হবে।

আজ বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানান।

তিনি বলেন, 'সাত কলেজের বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে শিক্ষা উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সাত কলেজের প্রতিনিধিরা বলেছিলেন। তাদের আলোচনায় সিদ্ধান্ত হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই সাত কলেজের প্রশাসনিক কাজ আলাদাভাবে করার ব্যবস্থা নেওয়া হবে।'

'তাদের আলাদা রেজিস্ট্রার থাকবে, ডেডিকেটেড কর্মকর্তা থাকবে। এগুলো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে কথা বলে করা হবে,' যোগ করেন তিনি।

এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, 'আমরা আশা করি তারা আন্দোলন শেষ করবেন। একটা ইস্যু থাকলে, সেটা নিয়ে কথা বলার সুযোগ আছে। উপদেষ্টারা মনে করেন যে কারও যদি কোনো দাবি থাকে, তাহলে তারা যেন তাদের সঙ্গে কথা বলেন।' আজকের আলোচনা খুবই ফলপ্রসূ ছিল। আশা করি শিক্ষার্থীদের আন্দোলন শেষ হবে।' 

পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করছেন সাত কলেজের শিক্ষার্থীরা। গতকাল ও পরশু তারা সায়েন্সল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ করেন।  

সরকারি সাত কলেজ হলো, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

গতকাল সড়ক অবরোধ করে জনদুর্ভোগ তৈরি না করে আন্দোলনরত ঢাকার সাত কলেজের শিক্ষার্থীদের ধৈর্য ধরতে ও শিক্ষাঙ্গনে ফিরে যাওয়ার 'অনুরোধ' করেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

 

Comments

The Daily Star  | English

Bangladesh at a historic crossroads: Dr Kamal Hossain

Eminent jurist Dr Kamal Hossain today said Bangladesh stands at a turning point of history following recent mass uprisings

1h ago