শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল

আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। ছবি: স্টার

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরে কয়েকশ শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করেছে।

তারা আজ শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে অবস্থানে নেয়।

এ সময় কোটা সংস্কারের দাবিতে নানা স্লোগান দেন তারা।

মঙ্গলবার সকাল ১১টায় মিছিল বের করেন শিক্ষার্থীরা।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে যাবেন না।

Comments

The Daily Star  | English

Foreign fruits turn costlier for duty hike

Recent supplementary duty (SD) hikes on the import of fruits have dealt a fresh blow to people who were already cutting back on these delicacies since the imposition of regulatory duties in mid-2022..On January 9, the National Board of Revenue (NBR) increased the supplementary duty on the

1h ago