ঢাবিতে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা, ডেইলি স্টারের আলোকচিত্রী আহত

ঢাবি উপাচার্য ভবনের সামনে আহত হয়েছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী প্রবীর দাশসহ কয়েকজন সাংবাদিক। ছবি: স্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের বিক্ষোভ সমাবেশে হামলা করেছে ছাত্রলীগ। ঢাবি উপাচার্য ভবনের সামনে আহত হয়েছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী প্রবীর দাশসহ কয়েকজন সাংবাদিক।

আজ সোমবার বিকেল পৌনে ৪টার দিকে ভিসি চত্বরের সামনে ইটের আঘাতে আহত হয়েছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী প্রবীর দাশ ও দৈনিক প্রথম আলোর আলোকচিত্রী দিপু মালাকার।

প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে আজ দুপুর ১টা থেকে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন কোটা সংস্কার আন্দোলনকারীরা।

পরে বিকেল ৩টায় একই স্থানে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় ছাত্রলীগ।

বিকেল সাড়ে ৩টার দিকে রাজু ভাস্কর্যের সামনে কোটা আন্দোলনকারী নেতারা মাইকে ঘোষণা করে বলেন, 'আমাদের ওপর যদি আক্রমণ হয়, তাহলে আমরা পাল্টা আক্রমণ করব। আমরা পিছু হটব না।'

পরে মাইকিং করে শিক্ষার্থীদের রাজু ভাস্কর্য থেকে ভিসি চত্বর এলাকায় যেতে বলা হয়।

ভিসি চত্বরের সামনেই সাড়ে ৩টা থেকে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা।

বিকেল ৩টা ৫০ মিনিটে ধাওয়া দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সেখান থেকে সরিয়ে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

এর আগে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন গণমাধ্যমকে বলেন, 'যে বাড়াবাড়ি তারা করছে, সুস্পষ্ট করে আমরা ছাত্রলীগের পক্ষ থেকে বলছি তারা সীমা লঙ্ঘন করেছে। সীমা লঙ্ঘনকারীদের কীভাবে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হয়, ছাত্রলীগের তা জানা আছে।'

Comments