৩৯ দিন পর রোববার খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ক্লাস শুরু ২৩ জুন
৩৯ দিন বন্ধ থাকার পর আগামী রোববার ৯ জুন খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, ঈদুল আজহার বন্ধের পর আগামী ২৩ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ বিকেল ৪টা থেকে সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত সিন্ডিকেট মিটিং হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির সভাপতি জাকির হোসেনকে ওএসডি করা হয়েছে।
সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন সভাপতিত্ব করেন।
গত ফেব্রুয়ারি থেকে শিক্ষক সমিতির আন্দোলনের মধ্যে গত ১ মে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে প্রশাসন।
Comments