ছাত্র নির্যাতনের অভিযোগ: ঢাবির ৪ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

Dhaka University logo

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গত ৮ নভেম্বর এক ছাত্রকে নির্যাতনের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চার শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

আজ সোমবার ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শৃঙ্খলা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

'বিশ্ববিদ্যালয় থেকে তাদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না' মর্মে আগামী সাত কার্যদিবসের মধ্যে ওই চার শিক্ষার্থীকে কারণ দর্শাতে বলা হয়েছে।

সাময়িকভাবে বহিষ্কৃতরা হলেন—শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের তবারক মিয়া, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের মুরসালিন ফাইয়াজ ও ফয়সাল আহমেদ সাকিব  এবং অপরাধ বিজ্ঞান বিভাগরে জুবায়ের ইবনে হুমায়ুন।

এ ছাড়া, 'প্রলয় গ্যাং' নামের একটি গ্রুপের বিভিন্ন অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে গঠিত আন্তহল তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী ১৪ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। সভায় পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৪৯ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়।

Comments

The Daily Star  | English
no internet

How Gen Z kept connected after the internet shutdown

In an instant, one of the most densely populated countries completely vanished from the rest of the world.

2h ago