বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিভিন্ন পদে ৭৯টি চাকরির সুযোগ

বিমানের ফ্লাইট
ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের অন্তর্গত বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের (বিএফসিসি) ১৮টি বিভাগে মোট ৭৯টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

আবেদনের শেষ সময় ২৪ জুলাই ২০২৩। 

পদের নাম: স্যু সেফ

পদসংখ্যা: ১টি

যোগ্যতা:

এইচএসসি (অথবা সমমান) এবং কিউলিনারি আর্টস সম্পর্কীয় বিষয়ে ডিপ্লোমা অথবা স্নাতক ডিগ্রি অথবা সমতুল্য ডিগ্রি থাকতে হবে। 

এ ছাড়া নিন্মলিখিত কাজের অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে- 

  • সেফ ডি পার্টি (কিচেন) হিসেবে কমপক্ষে ০৫ বছরের অভিজ্ঞতা (ন্যূনতম আন্তর্জাতিক ৪ তারকা মানের হোটেল)।
  • স্যু সেফ হিসেবে ন্যূনতম ০১ বছরের অভিজ্ঞতা (এক্সট্রা অর্ডিনারি প্রার্থীর জন্য শিথিলযোগ্য)।
  • স্বনামধন্য হোটেলের (সর্বনিম্ন ৪ তারকা মানের) আন্তর্জাতিক মানের কিচেনে ফুড প্রোডাকশন ফ্যাসিলিটিতে ন্যূনতম ০৩ বছরের তদারকি অভিজ্ঞতা।
  • খ্যাতিমান খাবারের মেন্যু এবং খাবার প্রস্তুত করার জন্য দক্ষতা এবং অভিজ্ঞতা।
  • গ্রাহকের চাহিদা বা প্রতিষ্ঠিত মেন্যু অনুযায়ী সঠিক ধরন ও স্বাদের উচ্চমানের খাবার তৈরি করা।
  • খাবারের মান এবং স্বাদের মধ্যে নিখুঁত মিল রেখে খাবার প্রস্তুতের পরিকল্পনা তৈরি করা।
  • সর্বনিম্ন সময়ে ও রিসোর্সের সর্বোচ্চ ব্যবহার করে সর্বোত্তম ফলাফল অর্জনের বিষয়ে কিচেনের অন্যান্য কর্মীদের প্রশিক্ষণ প্রদান।
  • কাজের সময় রান্নাঘরে শৃঙ্খলা বজায় রাখার ক্ষমতা।
  • খাদ্য প্রস্তুতি হতে পরিবেশন পর্যন্ত সর্বক্ষেত্রে হাইজিন এবং ফুড সেফটি বজায় রাখা।
  • মনিটরিং স্কিল, টাইম ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট অব রিসোর্সেস, যোগাযোগ ও নেতৃত্বের দক্ষতা এবং বেসিক কম্পিউটার দক্ষতা। 

বেতন স্কেল: ২৬,৫০০-৫৭,৯৫০ টাকা (বেতন বিভাগ-৬ষ্ঠ), তৎসহ বিএফসিসির চুক্তিভিত্তিক কর্মকর্তাদের প্রদেয় অন্যান্য ভাতাদি।

বয়সসীমা: ২৫-০৩-২০২০ তারিখে বয়স সর্বোচ্চ ৪০ বছর। 

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মেইনটেনেন্স (ইলেকট্রিক্যাল)

পদসংখ্যা: ১টি
যোগ্যতা:  

  • ০৪ বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ারিং (ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স)।
  • এসএসসি অথবা সমমান এবং এইচএসসি অথবা সমমান পরীক্ষার ফলাফলে কমপক্ষে জিপিএ ৪.৫ (৫ এর মধ্যে) এবং স্নাতকে কমপক্ষে সিজিপিএ ৩.০ (৪ এর মধ্যে) থাকতে হবে।
  • 'ও' লেভেলে গড়ে যেকোনো ৫টি বিষয়ে এবং 'এ' লেভেলে গড়ে যে কোনো ২টি বিষয়ে ন্যূনতম 'বি' থাকতে হবে।
  • বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা, ডিগ্রি অথবা অন্যান্য সিস্টেমে কোনো ডিগ্রি, যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই, সেসব ক্ষেত্রে  এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড/বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate) অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে।
  • কম্পিউটার চালনায় এবং ইংরেজিতে দক্ষতা থাকতে হবে।
  • ইলেক্ট্রিক ইনস্টলেশনের কাজে ০২ (দুই) বছরের অভিজ্ঞতা।
  • জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়।

বেতন স্কেল: ২৬,৫০০-৫৭,৯৫০ টাকা (বেতন বিভাগ-৬ষ্ঠ), তৎসহ বিএফসিসির চুক্তিভিত্তিক কর্মকর্তাদের প্রদেয় অন্যান্য ভাতাদি। 

বয়সসীমা: ২৫-০৩-২০২০ তারিখে বয়স সর্বোচ্চ ৩২ বছর।

পদের নাম: জুনিয়র অফিসার (মেইনটেনেন্স)

পদসংখ্যা: ১টি

যোগ্যতা: 

  • ০৪ বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল/ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স)।
  • এসএসসি অথবা সমমান এবং এইচএসসি অথবা সমমান পরীক্ষার ফলাফলে কমপক্ষে জিপিএ ৩.০ (৫ এর মধ্যে) এবং স্নাতকে কমপক্ষে সিজিপিএ ৩.০ (৪ এর মধ্যে) থাকতে হবে।
  • 'ও' লেভেলে গড়ে যে কোনো ৫টি বিষয়ে এবং 'এ' লেভেলে গড়ে যে কোনো ২টি বিষয়ে ন্যূনতম 'ডি' থাকতে হবে।
  • বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা/ডিগ্রি অথবা অন্যান্য সিস্টেমে কোনো ডিগ্রি, যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই, সেইসব ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড/বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate) অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে।
  • কম্পিউটার চালনায় এবং ইংরেজিতে দক্ষতা থাকতে হবে।
  • এয়ারকন্ডিশনিং, রেফ্রিজারেশন রক্ষণাবেক্ষণ এবং ইলেক্ট্রিক ইনস্টলেশনের কাজে ০২ (দুই) বছরের অভিজ্ঞতা।
  • জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়।  
  • বেতন স্কেল: ২২,৫০০-৫৪,২৯০ টাকা (বেতন বিভাগ-৫ম), তৎসহ বিএফসিসির চুক্তিভিত্তিক কর্মচারীদের প্রদেয় অন্যান্য ভাতাদি। 
  • বয়সসীমা: ২৫-০৩-২০২০ তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর এবং মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর।

পদের নাম:  মেন্যু প্লানিং অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ১টি

যোগ্যতা: 

  • স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফুড অ্যান্ড নিউট্রিশন অথবা এ্যাপ্লাইড নিউট্রিশন বিষয়ে বিএসসি ডিগ্রি।
  • এসএসসি অথবা সমমান এবং এইচএসসি অথবা সমমান পরীক্ষার ফলাফলে কমপক্ষে জিপিএ ৩.০ (৫ এর মধ্যে) এবং স্নাতকে কমপক্ষে সিজিপিএ ৩.০ (৪ এর মধ্যে) থাকতে হবে।
  • 'ও' লেভেলে গড়ে যেকোনো ৫টি বিষয়ে এবং 'এ' লেভেলে গড়ে যে কোনো ২টি বিষয়ে ন্যূনতম 'ডি' থাকতে হবে।
  • কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে।
  • বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা/ডিগ্রি অথবা অন্যান্য সিস্টেমে কোনো ডিগ্রি, যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ
  • নেই, সেইসব ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড/বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যূকৃত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate) অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে।
  • জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়।

বেতন স্কেল: ১৫,৯০০-৩৮,৪০০ টাকা (বেতন বিভাগ- ৪র্থ), তৎসহ বিএফসিসির চুক্তিভিত্তিক কর্মচারীদের প্রদেয় অন্যান্য ভাতাদি।

বয়সসীমসা: ২৫-০৩-২০২০ তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর এবং মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর। 

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট (ট্রেনিং)

পদসংখ্যা: ১টি

যোগ্যতা: 

  • যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
  • এসএসসি অথবা সমমান এবং এইচএসসি অথবা সমমান পরীক্ষার ফলাফলে কমপক্ষে জিপিএ ৩.০ (৫ এর মধ্যে) এবং স্নাতকে কমপক্ষে সিজিপিএ ২.৮ (৪ এর মধ্যে) থাকতে হবে।
  • 'ও' লেভেলে গড়ে যে কোনো ৫টি বিষয়ে এবং 'এ' লেভেলে গড়ে যে কোনো ২টি বিষয়ে ন্যূনতম 'ডি' থাকতে হবে।
  • কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে।
  • বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা/ডিগ্রি অথবা অন্যান্য সিস্টেমে কোনো ডিগ্রি, যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ
  • নেই, সেইসব ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড/বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যূকৃত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate) অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়।
  • বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (বেতন বিভাগ- ৩(২), তৎসহ বিএফসিসির চুক্তিভিত্তিক কর্মচারীদের প্রদেয় অন্যান্য ভাতাদি। 
  • বয়সসীমা: ২৫-০৩-২০২০ তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।

পদের নাম: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (ক্যাটারিং সার্ভিসেস অ্যান্ড কো-অর্ডিনেশন)

পদসংখ্যা: ৪টি

যোগ্যতা: 

  • যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
  • এসএসসি অথবা সমমান এবং এইচএসসি অথবা সমমান পরীক্ষার ফলাফলে কমপক্ষে জিপিএ ৩.০ (৫ এর মধ্যে) এবং স্নাতকে কমপক্ষে
  • সিজিপিএ ২.৮ (৪ এর মধ্যে) থাকতে হবে।
  • 'ও' লেভেলে গড়ে যে কোনো ৫টি বিষয়ে এবং 'এ' লেভেলে গড়ে যে কোনো ২টি বিষয়ে ন্যূনতম 'ডি' থাকতে হবে।
  • কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে।
  • ফুড অ্যান্ড বেভারেজে ০৬ মাস মেয়াদি ট্রেড কোর্স থাকতে হবে (পর্যটন/পলিটেকনিক ইনস্টিটিউট/বিয়াম/অথবা সমপর্যায়ের) এবং সংশ্লিষ্ট বিষয়ে হোটেলে অভিজ্ঞতা থাকবে হবে।
  • ক্যাটারিং ম্যানেজমেন্ট এ ডিপ্লোমা/ট্রেড কোর্স সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • আন্তর্জাতিক হোটেল/ক্যাটারিং প্রতিষ্ঠানে ক্যাটারিং ম্যানেজমেন্টে কমপক্ষে ০৩ বছরের অভিজ্ঞতা।
  • বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা/ডিগ্রি অথবা অন্যান্য সিস্টেমে কোনো ডিগ্রি, যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই, সেইসব ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড/বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যূকৃত সমমান সার্টিফিকেট  (Equivalence Certificate) অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে।
  • জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়।

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (বেতন বিভাগ- ৩(২)), তৎসহ বিএফসিসির চুক্তিভিত্তিক কর্মচারীদের প্রদেয় অন্যান্য ভাতাদি 

বয়সসীমা: ২৫-০৩-২০২০ তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর এবং মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর।

পদের নাম: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (অপারেশন্স)

পদসংখ্যা: ১৬টি

যোগ্যতা: 

  • যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
  • এসএসসি অথবা সমমান এবং এইচএসসি অথবা সমমান পরীক্ষার ফলাফলে কমপক্ষে জিপিএ ৩.০ (৫ এর মধ্যে) এবং স্নাতকে কমপক্ষে সিজিপিএ ২.৮ (৪ এর মধ্যে) থাকতে হবে।
  • 'ও' লেভেলে গড়ে যে কোনো ৫টি বিষয়ে এবং 'এ' লেভেলে গড়ে যে কোনো ২টি বিষয়ে ন্যূনতম 'ডি' থাকতে হবে।

শারিরিক যোগ্যতা: 

  • উচ্চতা: পুরুষ- ৫ ফুট ৬ ইঞ্চি, মহিলা- ৫ ফুট ৪ ইঞ্চি।
  • কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকবে হবে।
  • বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা/ডিগ্রি অথবা অন্যান্য সিস্টেমে কোনো ডিগ্রি, যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই, সেইসব ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড/ বিশ্ববিদ্যালয়/ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যূকৃত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate) অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে।
  • প্রয়োজনীয় প্রশিক্ষণের পর আত্নীকরণ করা হবে।
  • জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়।
  • বেতন কাঠামো: ১২,৫০০-৩০,২৩০ টাকা (বেতন বিভাগ- ৩(২)), তৎসহ বিএফসিসির চুক্তিভিত্তিক কর্মচারীদের প্রদেয় অন্যান্য ভাতাদি। 
  • বয়সসীমা: ২৫-০৩-২০২০ খ্রিষ্টাব্দ তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।

পদের নাম: একাউন্টস অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ২টি

যোগ্যতা: 

  • বাণিজ্য/বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/বিজনেস স্টাডিজ-এ স্নাতক ডিগ্রি।
  • এসএসসি অথবা সমমান এবং এইচএসসি অথবা সমমান পরীক্ষার ফলাফলে প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ ৩.০ (৫ এর মধ্যে) এবং স্নাতকে কমপক্ষে সিজিপিএ ২.৮ (৪ এর মধ্যে) থাকতে হবে।
  • 'ও' লেভেলে গড়ে যে কোনো ৫টি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যে কোনো ২টি বিষয়ে ন্যূনতম 'ডি' থাকতে হবে।
  • কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে।
  • বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা/ ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেইসব ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড/ বিশ্ববিদ্যালয়/ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যূকৃত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate)  অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে।
  • জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়।

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (বেতন বিভাগ- ৩(২)), তৎসহ বিএফসিসির চুক্তিভিত্তিক কর্মচারীদের প্রদেয় অন্যান্য ভাতাদি।

বয়সসীমা: ২৫-০৩-২০২০ তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর

পদের নাম: স্টোর কিপার

পদসংখ্যা: ৩টি

যোগ্যতা: 

  • যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
  • এসএসসি অথবা সমমান এবং এইচএসসি অথবা সমমান পরীক্ষার ফলাফলে কমপক্ষে জিপিএ ৩.০ (৫ এর মধ্যে) এবং স্নাতকে কমপক্ষে সিজিপিএ ২.৮ (৪ এর মধ্যে) থাকতে হবে।
  • 'ও' লেভেলে গড়ে যে কোনো ৫টি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যে কোনো ২টি বিষয়ে ন্যূনতম 'ডি' থাকতে হবে।
  • অবশ্যই কম্পিউটার জ্ঞান থাকতে হবে।
  • বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা/ডিগ্রি অথবা অন্যান্য সিস্টেমে কোনো ডিগ্রি, যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই, সেইসব ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড/বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate)  অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে।
  • কোনো জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়।

বেতন স্কেল: বেতন কাঠামো: ১২,৫০০-৩০,২৩০ টাকা ( বেতন বিভাগ- ৩(২)),   তৎসহ বিএফসিসির চুক্তিভিত্তিক কর্মচারীদের প্রদেয় অন্যান্য ভাতাদি।

বয়সসীমা: ২৫-০৩-২০২০ তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।

পদের নাম: আইটি অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ১টি

যোগ্যতা: 

  • বিজ্ঞান অথবা বাণিজ্য-এ স্নাতক ডিগ্রি।
  • এসএসসি অথবা সমমান এবং এইচএসসি অথবা সমমান পরীক্ষার ফলাফলে কমপক্ষে জিপিএ ৩.০ (৫ এর মধ্যে) এবং
  • স্নাতকে কমপক্ষে সিজিপিএ ২.৮ (৪ এর মধ্যে) থাকতে হবে।
  • 'ও' লেভেলে গড়ে যে কোনো ৫টি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যে কোনো ২টি বিষয়ে ন্যূনতম 'ডি' থাকতে হবে।
  • নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন, কম্পিউটার হার্ডওয়্যার এবং সফ্টওয়্যার ইনস্টলেশন, রক্ষণাবেক্ষণ, মেরামত এবং ট্রাবল
  • শ্যুটিং সংক্রান্ত পর্যাপ্ত/প্রমাণিত জ্ঞানসহ কমপক্ষে ০৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
  • ইংরেজিতে প্রতি মিনিটে ১০০ টি কি এবং বাংলায় ৭০টি 'কি' টাইপ করার গতি থাকতে হবে।
  • বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা/ডিগ্রি অথবা অন্যান্য সিস্টেমে কোনো ডিগ্রি, যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই, সেইসব ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড/বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যূকৃত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate) অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে।
  • জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়।

বেতন কাঠামো: ১২,৫০০-৩০,২৩০ টাকা (বেতন বিভাগ- ৩(২)), তৎসহ বিএফসিসির চুক্তিভিত্তিক কর্মচারীদের প্রদেয় অন্যান্য ভাতাদি।

বয়সসীমা: ২৫-০৩-২০২০ তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।

পদের নাম: স্টোর কিপার (মেইনটেন্যান্স)
পদসংখ্যা: ১টি

যোগ্যতা: 

  • যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
  • এসএসসি অথবা সমমান এবং এইচএসসি অথবা সমমান পরীক্ষার ফলাফলে কমপক্ষে জিপিএ ৩.০ (৫ এর মধ্যে) এবং স্নাতকে কমপক্ষে সিজিপিএ ২.৮ (৪ এর মধ্যে) থাকতে হবে।
  • 'ও' লেভেলে গড়ে যে কোনো ৫টি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যে কোনো ২টি বিষয়ে ন্যূনতম 'ডি' থাকতে হবে ।
  • কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকবে হবে।
  • বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা/ডিগ্রি অথবা অন্যান্য সিস্টেমে কোনো ডিগ্রি, যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই, সেইসব ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড/বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যূকৃত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate) অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে।
  • জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়।

 

বেতন কাঠামো: ১২,৫০০-৩০,২৩০ টাকা ( বেতন বিভাগ- ৩(২)), তৎসহ বিএফসিসির চুক্তিভিত্তিক কর্মচারীদের প্রদেয় অন্যান্য ভাতাদি।

বয়সসীমা: ২৫-০৩-২০২০ তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।

পদের নাম: হাইজিন অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ৪টি

যোগ্যতা: 

  • যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
  • এসএসসি অথবা সমমান এবং এইচএসসি অথবা সমমান পরীক্ষার ফলাফলে কমপক্ষে জিপিএ ৩.০ (৫ এর মধ্যে) এবং স্নাতকে কমপক্ষে সিজিপিএ ২.৮ (৪ এর মধ্যে) থাকতে হবে।
  • 'ও' লেভেলে গড়ে যে কোনো ৫টি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যে কোনো ২টি বিষয়ে ন্যূনতম 'ডি' থাকতে হবে ।
  • অবশ্যই কম্পিউটার জ্ঞান থাকবে হবে।
  • বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা/ডিগ্রি অথবা অন্যান্য সিস্টেমে কোনো ডিগ্রি, যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই, সেইসব ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড/বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যূকৃত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate) অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে।
  • জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়।

বেতন কাঠামো: ১২,৫০০-৩০,২৩০ টাকা ( বেতন বিভাগ- ৩(২)),   তৎসহ বিএফসিসির চুক্তিভিত্তিক কর্মচারীদের প্রদেয় অন্যান্য ভাতাদি।

বয়সসীমা: ২৫-০৩-২০২০ তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।

পদের নাম: টেইলর
পদসংখ্যা: ১টি

যোগ্যতা: 

  •  এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
  • টেইলরিং কাজে ০৩ বছরের অভিজ্ঞতা

বেতন স্কেল: বেতন কাঠামো: ১২,৫০০-৩০,২৩০ টাকা (বেতন বিভাগ-৩(২)), তৎসহ বিএফসিসির চুক্তিভিত্তিক কর্মচারীদের প্রদেয় অন্যান্য ভাতাদি।

বয়সসীমা: ২৫-০৩-২০২০ তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।

পদের নাম: কমিজ-৩ (কিচেন)
পদসংখ্যা: ২৫টি

যোগ্যতা: 

  • এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
  • স্বীকৃত ইনস্টিটিউট থেকে ফুড এন্ড বেভারেজে ট্রেড কোর্স সার্টিফিকেট
  • (পর্যটন/পলিটেকনিক/বিয়াম বা সিটি এন্ড গিল্ডস বা সমতুল্য)
  • যে কোনো স্বনামধন্য ক্যাটারিং এস্টাবলিশমেন্ট/হোটেলে (প্রথম শ্রেণি) কমিজ (কুক) হিসেবে অধিকতর যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (বেতন বিভাগ- ৩(১)),  তৎসহ বিএফসিসির চুক্তিভিত্তিক কর্মচারীদের প্রদেয় অন্যান্য
ভাতাদি।

বয়সসীমা: ২৫-০৩-২০২০ তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর এবং মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।

যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না: মুন্সীগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, নেত্রকোনা, বগুড়া, পঞ্চগড় এবং পিরোজপুর জেলা ব্যতিত সব জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন

পদের নাম: কমিজ-৩ (বেকারি)

পদসংখ্যা: ১২টি

যোগ্যতা: 

  • এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
  • স্বীকৃত ইনস্টিটিউট থেকে বেকারি অ্যান্ড পেস্ট্রিতে ট্রেড কোর্স সার্টিফিকেট
  • (পর্যটন/পলিটেকনিক/বিয়াম বা সিটি অ্যান্ড গিল্ডস বা সমতুল্য)।
  • যে কোনো স্বনামধন্য ক্যাটারিং এস্টাবলিশমেন্ট/হোটেলে (প্রথম শ্রেণি) কমিজ (কুক) হিসেবে অধিকতর যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (বেতন বিভাগ- ৩(১)), তৎসহ বিএফসিসির চুক্তিভিত্তিক কর্মচারীদের প্রদেয় অন্যান্য
ভাতাদি।

বয়সসীমা: ২৫-০৩-২০২০ তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর এবং মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।

যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না: গাজীপুর, ভোলা এবং সিলেট জেলা ব্যতিত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

পদের নাম: জুনিয়র ইলেকট্রিশিয়ান
পদসংখ্যা: ১টি

যোগ্যতা: 

  • এইচএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
  • সরকারি বিদ্যুৎ লাইসেন্স বোর্ড কর্তৃক 'সি' শ্রেণির লাইসেন্সধারী হতে হবে।
  • যে কোনো স্বনামধন্য প্রতিষ্ঠান হতে বৈদ্যুতিক কাজে অবশ্যই দুই (০২) বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা/ডিগ্রি অথবা অন্যান্য সিস্টেমে কোনো ডিগ্রি, যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ
  • নেই, সেইসব ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড/বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট  (Equivalence Certificate)  অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (বেতন বিভাগ- ৩(১)),  তৎসহ বিএফসিসির চুক্তিভিত্তিক কর্মচারীদের প্রদেয় অন্যান্য
ভাতাদি।

বয়সসীমা: ২৫-০৩-২০২০ তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর এবং মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।

পদের নাম: জুনিয়র এয়ার কন্ডিশন মেকানিক

পদসংখ্যা: ১টি

যোগ্যতা: 

  • এইচএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
  • সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হতে এয়ারকন্ডিশন/রেফ্র্রিজারেশন এর উপর ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে।
  • যে কোনো স্বনামধন্য প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে অবশ্যই দুই (০২) বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা/ডিগ্রি অথবা অন্যান্য সিস্টেমে কোনো ডিগ্রি, যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই, সেইসব ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড/বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যূকৃত সমমান সার্টিফিকেট  (Equivalence Certificate)   অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে।
  • জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়।

বেতন স্কেল:  ১১,০০০-২৬,৫৯০ টাকা (বেতন বিভাগ- ৩(১)),  তৎসহ বিএফসিসির চুক্তিভিত্তিক কর্মচারীদের প্রদেয় অন্যান্য
ভাতাদি।

বয়সসীমা: ২৫-০৩-২০২০ তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর এবং মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।

পদের নাম: জুনিয়র জেনারেল টেকনিশিয়ান

পদসংখ্যা: ৩টি

যোগ্যতা: 

  • এইচএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
  • কার্পেন্ট্রি/প্লাম্বিং /ওয়েল্ডিং/পেইন্টিং বিষয়ে সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে।
  • যে কোনো স্বনামধন্য প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে অবশ্যই ০৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা/ডিগ্রি অথবা অন্যান্য সিস্টেমে কোনো ডিগ্রি, যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই, সেইসব ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড/বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যূকৃত সমমান সার্টিফিকেট  (Equivalence Certificate)  অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে।
  • জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। 

বেতন স্কেল:  ১১,০০০-২৬,৫৯০ টাকা (বেতন বিভাগ- ৩(১)),  তৎসহ বিএফসিসির চুক্তিভিত্তিক কর্মচারীদের প্রদেয় অন্যান্য
ভাতাদি।

বয়সসীমা: ২৫-০৩-২০২০ তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর এবং মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন যেভাবে: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://bbal.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদন ফি জমা দিতে হবে টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে।  ক্রমিক ১ ও ২ এ বর্ণিত পদসমূহের আবেদন ফি অফেরতযোগ্য ৬৬৭ টাকা, ক্রমিক নং ৩ ও ৪ এ বর্ণিত পদসমূহের আবেদন ফি অফেরতযোগ্য ৫৫৬ টাকা, ক্রমিক নং ৫ থেকে ১৩ এ বর্ণিত পদসমূহের আবেদন ফি অফেরতযোগ্য ৩৩৪ টাকা, এবং ক্রমিক নং ১৪ থেকে ১৮ এ বর্ণিত পদসমূহের আবেদন ফি অফেরতযোগ্য ২২৩ টাকা। আবেদনের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে টাকা জমা দিতে হবে ।

আবেদনের সময়সীমা

  • অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময়: ২৫-০৬-২০২৩, সকাল ১০:০০টা। 
  • অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময়: ২৪-০৭-২০২৩, বিকেল ০৫:০০টা।  

 

 

গ্রন্থনা: আহমেদ হিমেল

 

Comments

The Daily Star  | English

Jatiyo Party's office set on fire in Khulna

Protesters vandalised the Jatiyo Party office in Khulna's Dakbangla area last evening

1h ago