সরকারি চাকরি

২২ পদে ১৩৭৭ জনকে নিয়োগ দেবে খাদ্য অধিদপ্তর

খাদ্য অধিদপ্তর নিয়োগ

বাংলাদেশ খাদ্য অধিদপ্তর ২২ পদে ১ হাজার ৩৭৭ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 

আগ্রহী প্রার্থীদের ১২ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও পদসংখ্যা

  • উপ-খাদ্য পরিদর্শক ৩৫৬টি
  • সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর ৩টি
  • সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ১১টি
  • উচ্চমান সহকারী ৪টি
  • ল্যাবরেটরি টেকনিশিয়ান ৩টি
  • মেকানিক্যাল ফোরম্যান ৩টি
  • ইলেকট্রিক্যাল ফোরম্যান ২টি
  • সহকারী উপখাদ্য পরিদর্শক ২২২টি
  • অপারেটর ১৭টি
  • সহকারী ফোরম্যান ৩টি
  • মিলরাইট ৫টি
  • ইলেকট্রিশিয়ান ১০টি
  • অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৩৪৬টি
  • ডাটা এন্ট্রি ও কন্ট্রোল অপারেটর ৬৮টি
  • ল্যাবরেটরি সহকারী ২টি
  • সহকারী অপারেটর ৩৩টি
  • স্টিভেডর সরদার ৬টি
  • ভেহিক্যাল মেকানিক ৯টি
  • সহকারী মিলরাইট ৬টি
  • মিল অপারেটিভ ১১৭টি
  • সাইলো অপারেটিভ ১৪৪টি
  • স্প্রেম্যান ৭টি

আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১২ সেপ্টেম্বর সকাল ১০টা।
আবেদনের পূরণ ও ফি জমাদানের শেষ তারিখ ও সময়: ১১ অক্টোবর বিকেল ৫টা। 

বয়সসীমা: প্রার্থীর বয়স ৩১ আগস্ট ২০২৩ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা www.dgfood.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০) পিক্সেল ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কিলোবাইট ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ কিলোবাইট হতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রিপেইড নম্বর থেকে দুটি এমএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ক্রমিক ১-২১ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ২২নম্বর পদের জন্য ১১২ টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে- [email protected] অথবা টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে যোগাযোগ করা যাবে। 

এ ছাড়া বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জব পোর্টাল ফেসবুক পেইজে https://www.facebook.com/alljobsbdTeletalk প্রবেশ করে মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে, অথবা [email protected] এই ই-মেইলে যোগাযোগ করা যাবে।

গ্রন্থনা: আহমেদ হিমেল 

Comments

The Daily Star  | English

JnU protests called off

Students and teachers of Jagannath University called off their protest last night after receiving assurances from the government that their demands would be met.

1h ago