নন-ক্যাডারে আগের নিয়মে নিয়োগ দিতে ৪০তম বিসিএস উত্তীর্ণদের মানববন্ধন
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন পদ্ধতি বাদ দিয়ে আগের নিয়মে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন ৪০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ অপেক্ষমাণ নন-ক্যাডার প্রার্থীরা।
আজ বৃহস্পতিবার সকালে পিএসসির সামনে মানববন্ধন করে তারা এ দাবি জানান।
দাবির বিষয়ে অবহিত করতে পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনের সঙ্গে দেখা করেন অপেক্ষমাণ প্রার্থীরা।
দাবি আদায়ে কোনো সাড়া না পেলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।
আন্দোলনকারীরা জানান, বিসিএস উত্তীর্ণ অপেক্ষমাণ তালিকার প্রার্থীদের পিএসসি বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তরের নন-ক্যাডার শূন্যপদে নিয়োগের সুপারিশ করে। ২৮তম বিসিএস থেকে ৩৮তম বিসিএস পর্যন্ত এই নিয়মেই পিএসসি নন-ক্যাডার পদে সুপারিশ করেছিল।
কিন্তু, সম্প্রতি পিএসসি এই নিয়মে পরিবর্তন এনেছে। এখন থেকে নন-ক্যাডার নিয়োগ সুপারিশ করা হবে বিসিএসের বিজ্ঞপ্তির তারিখ অনুযায়ী। অর্থাৎ কোনো বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পর্যন্ত নিয়োগযোগ্য নন-ক্যাডার শূন্যপদের সংখ্যা উল্লেখ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে পিএসসিতে পাঠানো হবে এবং পিএসসি ওই বিসিএসের বিজ্ঞপ্তিতে নন-ক্যাডার শূন্য পদগুলো উল্লেখ করে পরে উত্তীর্ণ নন-ক্যাডারদের সুপারিশ করবে।
এ অবস্থায় ৪০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ অপেক্ষমাণ নন-ক্যাডাররা কমিশনের ৪০তম বিসিএস বিজ্ঞপ্তির তারিখ অনুযায়ী সুপারিশের এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানায়।
Comments