বিনাখরচে বাংলায় প্রোগ্রামিং শেখার ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল

বাংলাদেশে প্রোগ্রামিং শেখার আগ্রহ বাড়ছে। প্রোগ্রামিং শিখতে চাওয়া শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানসম্মত ও সহজবোধ্য প্ল্যাটফর্ম বেছে নেওয়া।

তেমনই কিছু ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল নিয়ে এই আয়োজন।

আর এসব ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে আপনি বাংলায় শিখতে পারবেন প্রোগ্রামিং, সেটাও বিনামূল্যে।

১. লার্ন উইথ সুমিত (Learn with Sumit)

বাংলাদেশি প্রোগ্রামার সুমিত সাহা এই ইউটিউব চ্যানেলটি পরিচালনা করেন। 'লার্ন উইথ সুমিত' চ্যানেলে JavaScript, React, Node.js এর মতো আধুনিক ওয়েব টেকনোলজি নিয়ে ডেভেলপমেন্টের সহজ টিউটোরিয়াল পাওয়া যায়। চ্যানেলটির বড় বৈশিষ্ট্য হলো—বাস্তব প্রজেক্টের মাধ্যমে শেখানো হয়, যা শিক্ষার্থীদের হাতে-কলমে শেখার সুযোগ করে দেয়।

২. প্রোগ্রামিং হিরো (Programming Hero)

মোবাইল অ্যাপ 'প্রোগ্রামিং হিরো'র মাধ্যমে বাংলায় প্রোগ্রামিং শেখানো হয়। অ্যাপটিতে মজার ছলে প্রোগ্রামিং শেখার কোর্স রয়েছে, যা নতুন প্রোগ্রামারদের জন্য বিশেষভাবে উপযোগী। এখানে বিভিন্ন গেমের মাধ্যমে কোডিং শেখানো হয়, যা শেখার প্রক্রিয়াকে সহজ ও আনন্দময় করে তোলে।

৩. তামিম শাহরিয়ার সুবিন (Tamim Shahriar Subin)

বাংলাদেশি লেখক ও প্রোগ্রামার তামিম শাহরিয়ার সুবিনের বই বাংলাভাষী শিক্ষার্থীদের মধ্যে প্রোগ্রামিং শেখার আগ্রহ বাড়িয়েছে। বিশেষত, তার 'কম্পিউটার প্রোগ্রামিং' বইটি নতুনদের জন্য এক অন্যতম রিসোর্স। পাশাপাশি, তার ব্লগ ও ইউটিউব চ্যানেলে প্রোগ্রামিং বিষয়ক দিকনির্দেশনা পাওয়া যায়। তার ইউটিউব চ্যানেলে C, Python, ML (মেশিন লার্নিং) এর উপর টিউটোরিয়াল রয়েছে।

৪. শিখুন ডট নেট (Shikhun.net)

'শিখুন ডট নেট' একটি শিক্ষামূলক ওয়েবসাইট, যেখানে ওয়েবসাইট ডেভেলপমেন্টের বিভিন্ন বিষয়ের ওপর টিউটোরিয়াল দেওয়া হয়। Wordpress, Laravel, Shopify এর মতো জনপ্রিয় টেকনোলজি এখানে শেখানো হয়। রয়েছে HTML, CSS, PHP ও JavaScript শেখার সুযোগ। শিক্ষার্থীদের প্রয়োজন অনুসারে ভিত্তিমূলক থেকে উন্নত স্তরের কোর্স রয়েছে।

৫. আনিসুল ইসলাম (Anisul Islam)

আনিসুল ইসলাম একজন প্রোগ্রামিং শিক্ষক, যিনি বাংলায় প্রোগ্রামিং শেখানোর ওপর জোর দেন। তার চ্যানেলে C, Java ও Python এর মতো ভাষা শেখানো হয়। শিক্ষার্থীদের জন্য জটিল বিষয়গুলো সহজভাবে ব্যাখ্যা করার কারণে তার চ্যানেলটি জনপ্রিয়তা অর্জন করেছে।

৬. স্ট্যাক লার্নার (Stack Learner)

'স্ট্যাক লার্নার' ইউটিউব চ্যানেলটি প্রোগ্রামিং ও ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য বেশ ভালো একটি প্ল্যাটফর্ম। এখানে JavaScript, React ও অন্যান্য আধুনিক টেকনোলজি শেখানো হয়। যারা নতুন প্রোগ্রামার বা ডেভেলপার, তাদের জন্য এই চ্যানেলটি বেশ কাজে আসতে পারে।

বাংলাভাষী শিক্ষার্থীদের জন্য প্রোগ্রামিং শেখার সুযোগ দিন দিন সহজ হয়ে আসছে। উপরে উল্লিখিত প্ল্যাটফর্মগুলো বাংলায় প্রোগ্রামিং শেখানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।

যারা প্রোগ্রামিং শিখতে চান, কিন্তু ভাষাগত সমস্যার কারণে পিছিয়ে রয়েছেন, তারা এই প্ল্যাটফর্মগুলো থেকে শেখা শুরু করতে পারেন।

Comments

The Daily Star  | English
Bangladesh economic growth

GDP growth overstated since 1995

Bangladesh’s economic growth has been overstated since 1995 and the practice of making inflated estimates rose after the fiscal year 2012-13, according to the findings of the white paper panel..It said Bangladesh was seen as one of the fastest-growing economies but its growth became a “par

1h ago