ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ ডাউন
মেটা মালিকানাধীন ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারে সমস্যায় পড়েছেন বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা।
আউটেজ-ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেকটর ডটকমের বরাত দিয়ে বুধবার বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
ডাউনডিটেকটর ডটকম জানায়, এক লাখের বেশি ফেসবুক ব্যবহারকারী, ৭০ হাজারের বেশি ইনস্টাগ্রাম অ্যাক্সেস করতে সমস্যায় পড়েছেন বলে অভিযোগ জানিয়েছেন। এ ছাড়া, ১২ হাজারের বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী অভিযোগ জানিয়েছেন।
রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছে, এই ব্যাপারে তাৎক্ষণিকভাবে মেটা কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
অনেক ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারী তাদের এক্স-হ্যান্ডলে লিখেছেন, এই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে গেলে বারবার লেখা আসছে 'সামথিং ওয়েন্ট রং'।
Comments